নতুন বইয়ের ঘ্রাণ আর ঝকঝকে রঙিন পাতা। বছরের প্রথম দিনে স্কুলগামী শিশুদের অপেক্ষা থাকে নতুন বইয়ের। এবার ২০২৬ শিক্ষাবর্ষে ১ জানুয়ারি সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। স্কুলে স্কুলে আয়োজন করা হয়েছে ‘বই উৎসব’। খালি হাতে স্কুলে গিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফেরার আনন্দ শিশুদের চোখেমুখে ছিল স্পষ্ট।
