নতুন বইয়ের ঘ্রাণ

নতুন বইয়ের ঘ্রাণ আর ঝকঝকে রঙিন পাতা। বছরের প্রথম দিনে স্কুলগামী শিশুদের অপেক্ষা থাকে নতুন বইয়ের। এবার ২০২৬ শিক্ষাবর্ষে ১ জানুয়ারি সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। স্কুলে স্কুলে আয়োজন করা হয়েছে ‘বই উৎসব’। খালি হাতে স্কুলে গিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফেরার আনন্দ শিশুদের চোখেমুখে ছিল স্পষ্ট।

বই উৎসবের দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন শিক্ষকেরা। আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা; ১ জানুয়ারি, ২০২৬
ছবি: আবদুর রহমান ঢালী
খুশিমনে নতুন বই দেখা। তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা; ১ জানুয়ারি, ২০২৬
নতুন বই পেয়ে ছুটে চলা। তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা; ১ জানুয়ারি, ২০২৬
জমিতে কাজ করছেন কিষানি লিপি বেগম। নতুন বই নিয়ে এসে মাকে দেখাচ্ছে শিশু শিক্ষার্থী। মমিনপুর, রংপুর; ১ জানুয়ারি, ২০২৬
নতুন বই পেয়ে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। জিলা স্কুল, বরিশাল; ১ জানুয়ারি, ২০২৬
আপনমনে নতুন পাঠ্যবই দেখছে শিক্ষার্থীরা। জিলা স্কুল, বরিশাল; ১ জানুয়ারি, ২০২৬
বছরের প্রথম দিনে বই নিতে শিক্ষার্থীদের ভিড়। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী; ১ জানুয়ারি, ২০২৬
বছরের প্রথম দিনে বই পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা। শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী; ১ জানুয়ারি, ২০২৬
নতুন পাঠ্যবই পেয়ে খুশিতে মুঠোফোনে সেলফি তুলছে তিন শিক্ষার্থী। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট; ১ জানুয়ারি, ২০২৬
নতুন পাঠ্যবই পেয়ে খুশি শিক্ষার্থীরা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট; ১ জানুয়ারি, ২০২৬
বিদ্যালয় থেকে দেওয়া নতুন বই হাতে শিক্ষার্থীরা। শাহ্ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া; ১ জানুয়ারি, ২০২৬
বিদ্যালয়ের শিশুদের নতুন বই পাওয়ার পর আনন্দ। তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা; ১ জানুয়ারি, ২০২৬