মরুর ফল সাম্মাম। সাম্মাম গ্রীষ্মকালীন ফল। এই ফল খেতে মিষ্টি, সুস্বাদু ও সুগন্ধযুক্ত। একটি সাম্মাম এক থেকে আড়াই কেজি পর্যন্ত ওজনের হয়। বগুড়ার গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামে এই সাম্মাম ফল চাষ করেছেন রাশেদুল মোর্শেদ। এ বছর পরীক্ষামূলকভাবে অল্প জমিতে সাম্মাম চাষ করেছেন তিনি। তাঁর খেতে ১ হাজার ২০০ চারা রয়েছে।
