গরু আর বকের একসঙ্গে চলাফেরা

চা-বাগানের টিলার ধারে গরু ঘাস খাচ্ছে, গরুর পাশেই খাবারের খোঁজে নেমেছে একঝাঁক সাদা বক। গরু ঘাস নাড়াচাড়া করলেই মাটি থেকে বেরিয়ে আসে পোকামাকড়; আর সেই সুযোগেই ঠোঁট চালায় বকগুলো। বিকেলের নরম আলোয় চা-বাগানের সবুজ ঢালে এমন দৃশ্য প্রকৃতির এক শান্ত সহাবস্থানকে তুলে ধরে। গবাদিপশু আর পাখির একসঙ্গে টিকে থাকার গল্প বলে এই দৃশ্য:

গরু খাচ্ছে ঘাস, বকগুলো ব্যস্ত পোকামাকড় ধরতে
গরু খাচ্ছে ঘাস, বকগুলো ব্যস্ত পোকামাকড় ধরতে
চা-গাছের ওপরে বসে আছে বক।
তার পাশে ঘাস খেতে ব্যস্ত গরু
খানিক দূরে উড়ে যাচ্ছে দুটি বক
গরুর পিঠ থেকে উড়ে যাচ্ছে বক দুটি
গরু ও বক, যে যার মতো খাবারের সন্ধান করছে
সামনে সাদা বক, পেছনে গরু
এমন দৃশ্যের দেখা মেলে মাঠ কিংবা বাগানে