বর্ষা মৌসুমে ঝালকাঠির ভীমরুলী, আটঘর কুড়িয়ানা আর শতদশকাঠি এলাকার খালের বুকে বসে পেয়ারার ভাসমান বাজার। বাগান থেকে সদ্য তুলে আনা পেয়ারা সারি সারি নৌকায় করে সকালবেলায় বাজারে আনেন বাগানিরা। খালের ওপর নৌকাতেই জমে ওঠে দর–কষাকষি, বেচাকেনা। পাইকারের পেয়ারা কিনে নেন। পরে সেই পেয়ারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। পেয়ারার ভাসমান বাজার ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—
