পেয়ারার ভাসমান বাজার

বর্ষা মৌসুমে ঝালকাঠির ভীমরুলী, আটঘর কুড়িয়ানা আর শতদশকাঠি এলাকার খালের বুকে বসে পেয়ারার ভাসমান বাজার। বাগান থেকে সদ্য তুলে আনা পেয়ারা সারি সারি নৌকায় করে সকালবেলায় বাজারে আনেন বাগানিরা। খালের ওপর নৌকাতেই জমে ওঠে দর–কষাকষি, বেচাকেনা। পাইকারের পেয়ারা কিনে নেন। পরে সেই পেয়ারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। পেয়ারার ভাসমান বাজার ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

গাছের ছায়ায় নৌকা ভিড়িয়ে পেয়ারা বাছাই করছেন একজন।
গাছের ছায়ায় নৌকা ভিড়িয়ে পেয়ারা বাছাই করছেন একজন।
বাগানিদের কাছ থেকে পেয়ারা কিনে বড় ট্রলারে তোলা হচ্ছে।
অভিভাবকের সঙ্গে পেয়ারার ভাসমান বাজারে এসেছে এই শিশু।
নৌকায় বসে কাঁচা-পাকা পেয়ারা বাছাই করছেন বাগানিরা।
নৌকাবোঝাই করে বাজারে পেয়ারা এনেছেন এই বাগানি।
খাল দিয়ে নৌকা বেয়ে বাজারে পেয়ারা নিয়ে এসেছেন দুজন।
খালের পাশে পেয়ারা বাছাই করছেন পাইকারেরা।
ট্রলারে করে দল বেঁধে পেয়ারার ভাসমান বাজার দেখতে আসেন অনেকে।
দূরদূরান্তে পাঠানোর আগে কলাপাতা দিয়ে পেয়ারার ক্রেট ঢেকে দিচ্ছেন একজন।