বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানোর পাশাপাশি ও নির্মাণ ব্যয় বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। অবশেষে মানুষের ভোগান্তি কমাতে কিছু কাজ অসমাপ্ত রেখেই বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি লেনে বাস চলাচল উদ্বোধনের ঘোষণা দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। যানজট কমানোর জন্য প্রকল্পটি হাতে নেওয়া হলেও এ প্রকল্পের কাজের কারণে দীর্ঘদিন ধরেই সড়কটিতে যানজটে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। ৯ ডিসেম্বর সোমবার উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা ঘুরে তৈরি এ ছবির গল্প।
