ছবিতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন

আজ ৫ আগস্ট। জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। দেশজুড়ে নানা আয়োজনে শোক–শ্রদ্ধায় দিবসটি পালন করা হচ্ছে। সেসব আয়োজনে ছবি নিয়ে এই ছবির গল্প—

রাজধানীর শাহবাগ মোড়ে স্থাপন করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। শাহবাগ, ঢাকা, ৫ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
জুলাই গণ–অভ্যুত্থানের বিভিন্ন মোটিভ নিয়ে বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে, ঢাকা, ৫ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরের চারপাশে দেয়াল স্থাপন ও টাইলস বসানোর কাজ চলছে। রায়েরবাজার কবরস্থান, ঢাকা, ৫ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আয়োজনে সমবেত সুরে গান গাইছেন শিল্পীরা। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৫ আগস্ট।
‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’ শিরোনামে প্রথম আলোর তথ্যচিত্র প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ৫ আগষ্ট
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ–ছাত্র–জনতার ঐক্য শোভাযাত্রা’য় অংশগ্রহণকারীরা। মহাখালী, ঢাকা, ৫ আগষ্ট
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের র‍্যালি। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৫ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সদ্য নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ৫ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বের করা হয় শোভাযাত্রা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে, রংপুর, ৫ আগষ্ট
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও খুলনা সাইক্লিং কমিটির আয়োজনে সাইকেল শোভাযাত্রা। শিববাড়িী মোড়, খুলনা, ৫ আগস্ট
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। সিঅ্যান্ডবি মোড়, রাজশাহী, ৫ আগস্ট
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ আবদুল গণির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। খানখানাপুর,  রাজবাড়ী, ৫ আগস্ট।