শিশুদের নাচ, গান ও খেলায় রঙিন বর্ণমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে প্রথম আলো একুশে ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বর্ণমেলা’ আয়োজন করে। ‘দুরন্ত শৈশব’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বর্ণমেলায় বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হয়। নতুন প্রজন্মের কাছে বর্ণের ছন্দে আমাদের ভাষাগত ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরাই ছিল বর্ণমেলার উদ্দেশ্য। আয়োজনে পৃষ্ঠপোষকতা করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘মেরিল বেবি’। আয়োজনে সহযোগিতায় ছিল সুপারমম ও সেপনিল এবং প্রচার সহযোগী ছিল এটিএন বাংলা।

বর্ণমেলায় অতিথিদের সঙ্গে শিশুদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বর্ণমেলায় অতিথিদের সঙ্গে শিশুদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিগত দুই বর্ণমেলায় ‘গাঁও দেশের গান’ প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা মঞ্চে জাতীয় সংগীত গাইছেন।
জাতীয় সংগীতের সময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান জানায়।
বর্ণমেলার উদ্বোধন পর্বে মঞ্চে বাঁ থেকে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, অভিনেত্রী সাবিলা নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান ও শিল্পী আনিসুজ্জামান সোহেল।
বর্ণমেলায় সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা
বর্ণমেলায় এক্সেল একাডেমির শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।
বর্ণমেলায় এক্সেল একাডেমির শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা।
বর্ণমেলায় নালন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।
বর্ণমেলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।
বর্ণমেলায় গল্পে গল্পে গুফি ওয়ার্ল্ডের পাপেট শো।
মস্তবর্ণে তুলির আঁচড়ে নানা চিত্র ফুটিয়ে তোলে শিশুরা।
দুরন্ত শৈশবের গল্পের আয়োজনে ঢাকা পাপেট থিয়েটার।
দুরন্ত শৈশবের গল্পের আয়োজনে জলপুতুল পাপেট।
দুরন্ত শৈশবের নানা চরিত্রে সেজে এসেছিল শিশুরা।
মঞ্চে জাদু পরিবেশন করেন স্বপন দিনার।
পাপেট নিয়ে স্টলে এক শিশুর সঙ্গে খেলা।
অতিথিদের কাছে হাতেখড়ি হচ্ছে শিশুদের। বাঁ থেকে চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, চিত্রশিল্পী আবদুল মান্নান ও অভিনেত্রী সাবিলা নূর। পেছনে দাঁড়ানো বাঁ থেকে শিল্পী মাসুক হেলাল ও অশোক কর্মকার।
দুরন্ত শৈশবের বর্ণাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিক্ষার্থীরা।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা।
বাবুল্যান্ডে খেলায় মেতেছে শিশুরা।
সুপারিগাছের শুকনা ডগায় বসে আছে শিশু, তাকে টেনে নেওয়া হচ্ছে। শৈশবের এই খেলা ভিন্ন আবহ তৈরি করে।
দুরন্ত শৈশবের গানের উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা।
সাপ–লুডু খেলায় মেতেছে শিশুরা।
নারকেলের পাতা দিয়ে নানা খেলনা বানাচ্ছে শিশুরা।
রিং নিয়ে খেলায় মেতেছে শিশুরা।
ষোলো ঘুঁটি খেলায় অংশগ্রহণকারীরা।
বর্ণ রোবটের সঙ্গে শরীরচর্চা করছে শিক্ষার্থীরা।
দুরন্ত শৈশবের গানের উৎসব প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাঁ থেকে কন্ঠশিল্পী ওর্য়াদা আশরাফ ও দিলশাদ নাহার কনা এবং গীতিকার কবির বকুল।