কনফিডেন্স সল্ট-প্রথম আলো ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে বুধবার। বন্দরনগরী চট্টগ্রামে তৃতীয়বারের মতো রান্নার এত বড় প্রতিযোগিতার আয়োজন হলো। এতে অংশ নিতে ৫০০ রাঁধুনি আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিকভাবে ৮০ জনকে মনোনীত করা হয়। এরপর রেসিপি দেখে ৪০ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়। সেখান থেকে ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারকেরা। প্রতিযোগিতায় রাঁধুনিরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পদ রান্না করেন। চিংড়ির মালাইকারি ও বাঁধাকপির পায়েস রান্না করে প্রথম পুরস্কার জিতে নেন রাঁধুনি সাইমা আক্তার। এ পর্বে গান ও কথামালায় মেতে ওঠেন অতিথি ও দর্শকেরা। গান পরিবেশন করে সংগীত দল ‘সরলা’। ছবিতে ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব: