চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ১৫ অক্টোবর। এখন শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রেলস্টেশন থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গায় চলছে নির্বাচনী প্রচার। অন্যদিকে প্রশাসনের দিক থেকে জোরেশোরে চলছে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। সব মিলিয়ে নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রচার ও প্রস্তুতি নিয়ে ছবিগুলো গতকাল রোববার তোলা।