চাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচার-প্রস্তুতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ১৫ অক্টোবর। এখন শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রেলস্টেশন থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গায় চলছে নির্বাচনী প্রচার। অন্যদিকে প্রশাসনের দিক থেকে জোরেশোরে চলছে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। সব মিলিয়ে নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রচার ও প্রস্তুতি নিয়ে ছবিগুলো গতকাল রোববার তোলা।

ভোটকেন্দ্রে নেওয়ার জন্য ব্যালট বাক্স প্রস্তুত করে রাখা হচ্ছে।
ভোটকেন্দ্রে নেওয়ার জন্য ব্যালট বাক্স প্রস্তুত করে রাখা হচ্ছে।
ভোট দেওয়ার জন্য ছোট ছোট বুথ তৈরির কাজ চলছে।
রেলস্টেশনে চলছে প্রার্থীর অভিনব প্রচার, লিফলেট বিতরণ।
লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন প্রার্থীরা।
চায়ের দোকানের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী প্রচার।
চলছে আড্ডা, সঙ্গে নির্বাচনী আলাপ।
নির্বাচনী প্রচারকালে দুই প্রার্থীর সাক্ষাৎ, কোলাকুলি।
চা-পানির আড্ডায় লিফলেট বিতরণ।