লক্ষ্মীবাঁওড় জলাবনে একদিন

হবিগঞ্জের বানিয়াচংয়ের খড়তি নদের দক্ষিণে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত মিঠাপানির প্রাকৃতিক জলাবন ‘লক্ষ্মীবাঁওড়’। স্থানীয় মানুষের কাছে এটা ‘খড়তির জঙ্গল’ হিসেবেও পরিচিত। বৈচিত্র্যময় উদ্ভিদে ভরপুর বাঁওড়ে রয়েছে হিজল, করচ, বরুণ, কাকুরা, নলখাগড়া, চাইল্লাসহ বিভিন্ন প্রজাতির গাছ ও লতাগুল্ম। বিভিন্ন পাখি ও প্রাণীর প্রাকৃতিক আশ্রয়স্থল এটা। সৌন্দর্যে ভরপুর লক্ষ্মীবাঁওড় ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

জলাবনের ভেতর দিয়ে গেছে এমন রাস্তা
জলাবনের ভেতর দিয়ে গেছে এমন রাস্তা
বনের পাশের হাওরে দেখা মেলে গরুর পাল
বনের ভেতর রয়েছে পাকা রাস্তা
সবুজে ছেঁয়ে আছে বনের একাংশ
শীত মৌসুমে গাছের ডালপালা শুকিয়ে ভিন্নরূপ নিয়েছে বন
বনে রয়েছে নানান প্রজাতির গাছের সমাহার
দূরদূরান্ত থেকে অনেকেই বনে ঘুরতে আসেন
পাতাহীন গাছে বসে আছে একটি ঘুঘু
বনের ভেতরে ঘুরছেন স্থানীয় একজন
বন থেকে লাকড়ি নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি
বনের চারপাশে দেখা মেলে ঝাঁক বেঁধে পাখির ওড়াউড়ি
বাঁওড়ের খেত থেকে কৃষিকাজ শেষে ঘরে ফিরছেন তাঁরা