রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সাততলা এবং আরেকটি পাঁচতলা ভবন। সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
