বগুড়ার গাবতলী উপজেলার কাগইল এলাকা ও আশপাশের সুলতানপুর, মিরপুর, আমনিচুকাই ও দেওনাই গ্রামকে ঘিরে গড়ে উঠেছে প্রায় শতাধিক আসবাবপত্রের কারখানা। বসানো হয়েছে করাতকল। সেখানে কাঠ কেটে তা দিয়ে বানানো হয় বাহারি নকশার খাট। পরবর্তী সময় পাইকারি ব্যবসায়ীরা সেসব কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। সম্প্রতি সুলতানপুর ও কাগইল এলাকার কারখানাগুলো ঘুরে ছবিগুলো তোলা—
