গ্রামীণ পুকুরে জাল ফেলে মাছ ধরা

গ্রামীণ পথের ধারে বড় পুকুর। সেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়েছে। মাছ একটু বড় হলেই জাল ফেলে ধরা হয়। ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ জালে ধরা পড়ে। এরপর বাছাই করে জাল থেকে কিছু মাছ নেওয়া হয়। আর বাকি মাছ পানিতে ছেড়ে দেওয়া হয়। পুকুরে চাষ করা মাছ জাল ফেলে ধরা, বিক্রির জন্য প্রস্তুত করা নিয়ে ছবির গল্প।

জাল ফেলে মাছ ধরা হচ্ছে।
জাল ফেলে মাছ ধরা হচ্ছে।
জালে কী কী মাছ ধরা পড়েছে, তা দেখা হচ্ছে।
বড় মাছ দেখে আনন্দ।
জালে ধরা পড়া কিছু মাছ রাখা হচ্ছে। কিছু আবার পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে।
বস্তায় ভরে মাছ নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
বিক্রির জন্য মাপা হচ্ছে পাবদা মাছ।
বরফ দিয়ে মাছ সংরক্ষণ করছেন এক ব্যক্তি।