চট্টগ্রামে শিখো–প্রথম আলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ সোমবার চট্টগ্রাম পর্বে মহানগর ও জেলার কৃতী শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রাম নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আয়োজিত এ অনুষ্ঠান নিয়ে ছবির গল্প।

নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা।
নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ।
নাচ, গান আর প্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন শিল্পী তানজিম সাইয়ারা তটিনী, সাবিলা নূর, তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।
অনুষ্ঠানে গান পরিবেশন করে ব্যান্ড দল বে-অব বেঙ্গল।
কিছু সময় শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন শিখোর মেন্টররা।
শিক্ষার্থীরা ফয়’স লেকের বিভিন্ন রাইডে চড়ে উল্লাস করে।
রাইডে চড়তে শিক্ষার্থীদের দীর্ঘ সারি।
ব্যতিক্রমী বিভিন্ন রাইড উপভোগ করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জাদু পরিবেশন করেন জাদুশিল্পী রাজিব বসাক।
অনুষ্ঠানে বক্তব্য দেন আগত অতিথিরা।
প্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা।
সারিবদ্ধভাবে ফয়’স লেকে প্রবেশ করছেন শিক্ষার্থীরা।
বন্ধুরা মিলে সেলফি তোলায় ব্যস্ত।
ছবি তোলার বুথে দল বেঁধে শিক্ষার্থীরা।
কলেজজীবনের লক্ষ্য লিখে টানিয়ে রাখছে কৃতী শিক্ষার্থীরা।