হাওরে পানি এখন একেবারেই কম। কোথাও হাঁটুসমান, কোথাও–বা তার চেয়েও অল্প। সেই পানিতে জাল ফেলে মাছ ধরছেন হাওরপাড়ের মানুষেরা। কেউ সকালে পেতে রাখা জাল পড়ন্ত বেলায় তুলতে এসেছেন। আবার কেউ বিকেলের নরম রোদে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে এসেছেন। ছবিগুলো সিলেট সদরের বাউয়াকান্দি ও চামাউড়াকান্দি হাওরে সম্প্রতি তোলা—