পড়ন্ত বেলায় হাওরে মাছধরা

হাওরে পানি এখন একেবারেই কম। কোথাও হাঁটুসমান, কোথাও–বা তার চেয়েও অল্প। সেই পানিতে জাল ফেলে মাছ ধরছেন হাওরপাড়ের মানুষেরা। কেউ সকালে পেতে রাখা জাল পড়ন্ত বেলায় তুলতে এসেছেন। আবার কেউ বিকেলের নরম রোদে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে এসেছেন। ছবিগুলো সিলেট সদরের বাউয়াকান্দি ও চামাউড়াকান্দি হাওরে সম্প্রতি তোলা—

হাওরের পানিতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নেমেছে দুই শিশু
হাওরের পানিতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নেমেছে দুই শিশু
অস্তগামী সূর্যের সোনালি আভায় হাওরপাড়ে দুজন মাছ ধরতে ব্যস্ত
পড়ন্ত বেলায় হাওরে পেতে রাখা জাল তোলা হচ্ছে
বেলা ফুরানোর আগেই পেতে রাখা জাল তোলার ব্যস্ততা
শেষ বেলায় হাওরের পানিতে নেমে মাছ ধরছে ছোট–বড় অনেকেই
জাল তোলা শেষে হাওরের পানিতে হাত ধুয়ে নিচ্ছেন একজন
মাছ ধরা শেষে নৌকায় করে বাড়ির পথে এক ব্যক্তি
হাওরে মাছ ধরা শেষে দল বেঁধে ঘরে ফেরা