খাগড়াছড়ি, খুলনা ও নীলফামারীতে শিখো-প্রথম আলো জিপিএ-৫ উৎসব

প্রথম আলোর উদ্যোগে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন জেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে চলছে এ আয়োজন। আজ বুধবার খাগড়াছড়ি, খুলনা ও নীলফামারী জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তিন জেলার অনুষ্ঠান নিয়ে এবারের ছবির গল্প।

শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি, ২০ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
কৃতী শিক্ষির্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো খাগড়াছড়ি বন্ধুসভার সদস্যদের একটি উপস্থাপনা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি, ২০ আগস্ট
অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি, ২০ আগস্ট
কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন খাগড়াছড়ি প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি, ২০ আগস্ট
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমি, খুলনা, ২০ আগস্ট
মাদক, মিথ্যা আর মুখস্থ—এই তিন ‘ম’কে ‘না’ বলার শপথ পড়ানো হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমি, খুলনা, ২০ আগস্ট
খুলনার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলছেন। জেলা শিল্পকলা একাডেমি, খুলনা, ২০ আগস্ট
শিক্ষার্থীদের গানে মাতোয়ারা করে রেখেছেন রকস্টার মিঠুন দে। জেলা শিল্পকলা একাডেমি, খুলনা, ২০ আগস্ট
ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের একাংশ। জেলা শিল্পকলা একাডেমি, খুলনা, ২০ আগস্ট
গানে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের একাংশ। জেলা শিল্পকলা একাডেমি, খুলনা, ২০ আগস্ট
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা। সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী, ২০ আগস্ট
অনুষ্ঠানে আগত সুধীজন ও শিক্ষার্থীরা। সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী, ২০ আগস্ট
কুইজে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী, ২০ আগস্ট