রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি। রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার রিকশা-বাস আটকে পড়েছে মাঝরাস্তায়। হেঁটে পানি পেরিয়ে নগরবাসীকে যেতে হচ্ছে গন্তব্যে। টানা বৃষ্টিতে ঢাকার সড়কগুলো রূপ নিয়েছে জলাবদ্ধতায় ভরা দুর্ভোগের শহরে। এ নিয়ে ছবির গল্প।
