জুলাই ঘোষণাপত্র পাঠ ও গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। বিকেলে ওই অনুষ্ঠানস্থলের পাশে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এ অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতা, শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা, রাজনীতিবিদ, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধান ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানের মঞ্চে নিরাপত্তা তল্লাশিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
 ছবি: তানভীর আহাম্মেদ
‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা
নেচে-গেয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন
‘৩৬ জুলাই উদ্‌যাপনের’ জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন হাজার হাজার মানুষ
গ্যাস বেলুনের প্রতীকী ‘হেলিকপ্টার’ উড়িয়ে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করা হয়
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন
জুলাই ঘোষণাপত্র পাঠের আয়োজন করা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে দর্শক সারিতে তিন বাহিনীর প্রধানেরা, তাঁদের পাশে আছেন উপদেষ্টারা
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত উপদেষ্টারা
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা, রাজনীতিবিদ ও কূটনীতিকেরা
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড দল ওয়ারফেজের সংগীত পরিবেশনা