রংপুরে মাঝেমধ্যেই আকাশে উঁকি দিচ্ছে মেঘ। তাই তড়িঘড়ি করে ধান কেটে মাড়াই করছেন কৃষকেরা। দ্রুত ধান কাটা ও মাড়াই করতে হারভেস্টার যন্ত্র নিয়ে এসেছেন চাষিরা। সড়কের ওপর চলছে কৃষকের দিনভর কর্মযজ্ঞ। রংপুর শহরতলির বত্তরবিল এলাকা ঘুরে ছবির গল্প।
মঈনুল ইসলাম
দ্রুত ধান কাটতে হারভেস্টার যন্ত্র ব্যবহার করছেন চাষিরা।
বিজ্ঞাপন
ট্রলিতে করে ধান বাড়িতে নিচ্ছেন।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা মিলে ধানমাড়াইয়ে ব্যস্ত। সড়কে ধান শুকাতে দিচ্ছেন কৃষানি। ধানমাড়াই শেষে খড় শুকাতে ব্যস্ততা।জমি থেকে ধান নিয়ে ফিরছেন কৃষক। মাড়াই যন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক।ধানকাটা ও মাড়াই শেষে ধান ঝাড়ছেন এক কৃষক দম্পতি।বস্তায় ধান ভরছেন চাষিরা।