পিয়াইন নদের চরে ফুটবল টুর্নামেন্ট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদের চরে তিন দিনব্যাপী চলছে জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট। ২০টি ফুটবল দল ও দেশের নানা প্রান্ত থেকে আসা বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড়েরা এতে অংশ নিচ্ছেন। পিয়াইন নদের চরে ফুটবল খেলার পাশাপাশি সিলেট অঞ্চলের পর্যটন বিষয়ক শতাধিক আলোকচিত্র ও চিত্রকর্ম নিয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী। সিলেট জেলা প্রশাসন ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদের তোলা ৬০টি আলোকচিত্র স্থান পেয়েছে।

বালুচরে চলছে ফুটবল খেলা।
বালুচরে চলছে ফুটবল খেলা।
টুর্নামেন্ট উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বালুচরে ফুটবল খেলা।
এবং গোল।
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলারও অংশ নেন খেলায়।
খেলা উপভোগ করেন স্থানীয় বাসিন্দারা।
বালুচরে হেঁটে খেলা দেখতে যাচ্ছেন।
শতাধিক আলোকচিত্র নিয়ে উন্মুক্ত বালুচরে চলছে পর্যটনবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।
আলোকচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সৌন্দর্য।
জাফলংয়ে আগত পর্যটকেরা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন।
মেয়েকে নিয়ে ছবি দেখছেন একজন।