সাগরে জেলেদের জালে ধরা পড়ে রুপালি ইলিশ। ট্রলার থেকে টুকরিতে ভরে সেই মাছ আনা হয় তীরে। সেখান থেকে চলে যায় পাইকারি বাজারে। বাছাইয়ের পর ইলিশ বিক্রি হয়। পরে প্যাকেটজাত করে সেই ইলিশ বিক্রির জন্য চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। এভাবেই ইলিশকে ঘিরে ব্যস্ত সময় কাটান সাগরপার থেকে শুরু করে পাইকারি বাজারের মানুষেরা। সম্প্রতি চট্টগ্রাম নগরের রাসমণি ঘাট ও ফিশারিঘাট এলাকা ঘুরে ছবিগুলো তোলা—