রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। এ কারণে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে কড়া নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়, কেউ প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত। এসব নিয়েই এই ছবির গল্প।
