ফ্যান্টাসি কিংডমে জিপিএ-৫ উৎসব

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব। এর ধারাবাহিকতায় ঢাকা অঞ্চলের উৎসবের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার, সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি। সহযোগিতায় কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আকিজ টেলিকম, আম্বার আইটি, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। উৎসব প্রাঙ্গণ থেকে ছবিগুলো তোলা—

রাইডে উঠে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা।
রাইডে উঠে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা।
রাইডে উঠে হাস্যোজ্জ্বল শিক্ষার্থীরা
উৎসবে আসা কৃতী শিক্ষার্থীরা হাসি–মজায় মেতে রয়েছে
উৎসবে আসা বন্ধুদের সেলফি তোলার মুহূর্ত
উৎসব প্রাঙ্গণে সেলফি তুলছেন অভিভাবকেরাও
স্টলের সামনে শিক্ষার্থীদের সারি
লক্ষ্যভেদের চেষ্টায় এক শিক্ষার্থী
উৎসব প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন খেলার আয়োজন
উৎসব প্রাঙ্গণে ভিডিও বুথে শিক্ষার্থীরা
স্টল থেকে শুভেচ্ছা উপহার সংগ্রহের পালা
ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) গেম খেলায় মগ্ন এক শিক্ষার্থী
দলবেঁধে ভিআর গেম বুথে শিক্ষার্থীরা
রাইডে চড়ার অপেক্ষায়
কলেজজীবনের লক্ষ্য লিখছে কৃতী শিক্ষার্থীরা
উৎসব প্রাঙ্গণে প্রথমা প্রকাশনের স্টলে পছন্দের বই কিনছে শিক্ষার্থীরা