ছবিতে মেট্রোরেলের দুর্ঘটনা

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে। এ ঘটনায় নিচে থাকা এক পথচারী নিহত হন। এ ঘটনার পর আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবশ্য মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়। বাকি অংশ চালু হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি থাকছে ছবিতে।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। রয়েছেন পুলিশ সদস্যরাও।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। রয়েছেন পুলিশ সদস্যরাও।
নিচে পড়ে যাওয়া বিয়ারিং প্যাড।
নিহত ব্যক্তির পাসপোর্ট।
মরদেহ নিয়ে যাচ্ছে পুলিশ।
মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় আটকে রাখা হয়েছে স্টেশনের ফটক।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়া অংশে মেরামতের কাজ চলছে। আজ সোমবার বিকেলের চিত্র