রোদঝলমল দক্ষিণাঞ্চলের গ্রাম। উঠানজুড়ে ছড়িয়ে আছে কাঁচা–পাকা সুপারি। চলছে ধোয়া, বাছাই আর শুকানোর কাজ। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় বরিশালের গ্রামগুলোতে সুপারি শুধু একটি ফসল নয়, বহু পরিবারের জীবিকারও অংশ। বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে মৌসুমের এই ব্যস্ততা ধরা পড়েছে ছবির গল্পে।
