সুপারির মৌসুমে ব্যস্ত বরিশালের গ্রাম

রোদঝলমল দক্ষিণাঞ্চলের গ্রাম। উঠানজুড়ে ছড়িয়ে আছে কাঁচা–পাকা সুপারি। চলছে ধোয়া, বাছাই আর শুকানোর কাজ। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় বরিশালের গ্রামগুলোতে সুপারি শুধু একটি ফসল নয়, বহু পরিবারের জীবিকারও অংশ। বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে মৌসুমের এই ব্যস্ততা ধরা পড়েছে ছবির গল্পে।

নিজের বাগানের সুপারি প্রক্রিয়া করার পর সড়কের পাশে রোদে শুকাতে দিচ্ছেন তিনি
নিজের বাগানের সুপারি প্রক্রিয়া করার পর সড়কের পাশে রোদে শুকাতে দিচ্ছেন তিনি
বাড়ির সামনের উঠানে রোদে সুপারি মেলে দেওয়ার কাজ করছেন এই নারী
সুপারি ধুয়ে পরিষ্কার করা হচ্ছে
চাষিদের কাছ থেকে কিনে আনা সুপারি বস্তা থেকে বের করা হচ্ছে
সুপারি ধোয়া শেষ, এবার দেওয়া হবে রোদে
উঠানে হোগলার পাটি বিছিয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে সুপারি
রোদে শুকানো শেষ। এবার বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার আগে বাছাই করা হচ্ছে
শেষ মুহূর্তে পরিষ্কার পানিতে সুপারি ধোয়ার কাজ চলছে
গাছ থেকে সদ্য পেড়ে আনা সুপারি রোদে শুকানো হচ্ছে
হোগলার পাটিতে থাকা ধোয়া সুপারি নেড়ে দিচ্ছেন এক ব্যক্তি