উত্তরে জেঁকে বসেছে শীত। দিনমান সূর্যের তেমন দেখা মিলছে না। এমন শীতেও শিশুরা ঘরে বসে থাকছে না। এ সময় শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। তবু হিমশীতল আবহাওয়ায় শিশুদের দুরন্তপনা থেমে থাকে না। সম্প্রতি রংপুর শহরতলির বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।