Thank you for trying Sticky AMP!!

উত্তরবঙ্গের মহাসড়কে স্বস্তির আশা নেই

এবারও পবিত্র ঈদুল ফিতরের যাত্রায় উত্তরবঙ্গের মহাসড়কে স্বস্তির আশা নেই। সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ। এই প্রকল্পের অংশ হিসেবে রংপুর-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ চলছে। বগুড়া শহরের দুটি প্রবেশমুখে এখনই যানজটের সৃষ্টি হচ্ছে। রংপুরের কিছু সড়কেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। বগুড়া ও রংপুরে এই মহাসড়ক ঘুরে কয়েকটি ছবি নিয়ে এই গল্প।

রংপুর-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ চলছে ধীরগতিতে। ঈদযাত্রা নিয়ে শঙ্কায় মানুষ। একদিকে কাজ চলছে, আরেক দিকে সংকুচিত সড়কে চলাচল করছে যানবাহন
একদিকে কাজ চলছে, আরেক দিকে সংকুচিত সড়কে চলাচল করছে যানবাহন। কোথাও–বা কাজ বন্ধ রয়েছে। ছবিটি গতকাল বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার এলাকা থেকে তোলা
সড়কের বড় অংশজুড়ে চলছে কাজ
মহাসড়ক খোঁড়াখুঁড়ি করে রাখায় উত্তরবঙ্গ থেকে বগুড়া শহরের ঢোকার প্রবেশদ্বার মাটিডালিতে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ
সড়কে জমে আছে বৃষ্টির পানি। এদিকে মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যানবাহন। এতে ঘটছে দুর্ঘটনা
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে
সড়কে দ্রুত কাজ করছেন শ্রমিকেরা
নষ্ট সিএনজিচালিত অটোরিকশা টেনে নিচ্ছেন চালক
এদিকে সড়কের কাজ চলছে, অন্যদিকে পাশ দিয়ে চলছে যান
সড়কে দীর্ঘ যানজট