ভোরের আলো ফোটার আগেই শুরু হয় দিনাজপুর সদর উপজেলার গাবুড়া টমেটো বাজার। প্রায় দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ভ্যান, ট্রাক, মোটরসাইকেল, পিকআপ আর মানুষে মানুষে ঠাসাঠাসি থাকে বাজার এলাকা। সকাল নয়টার মধ্যে দর-কষাকষি এবং কেনাবেচা শেষ। এরপর বিকেল পর্যন্ত চলে গাড়ি লোড করা। ট্রাকে করে টমেটো যায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে। গত মঙ্গলবারের বাজার নিয়ে আজকের ছবির গল্প
