জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। মোট পাঁচটি জামাত হয়েছে এখানে। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।