পাহাড়ে চাষ হচ্ছে বিদেশি আম

পাহাড়ে বিদেশি আমের চাষ ও ফলন গত কয়েক বছর ধরে বেড়েছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলার এই আমগুলো সুস্বাদু হওয়ায় এই আমের চাহিদা রয়েছে সারা দেশে। পাহাড়ি আমচাষিরা প্রায় ১৫ বছর আগে বিদেশি আমের চাষ শুরু করেছেন। বর্তমানে থাইল্যান্ডের কিং অব চাকাপাত, চিয়াং মাই, ডক মাই, ব্যানানা ও ম্যাঙ্গো ব্রুনাই কিং, জাপানের মিয়া জাকি, রেড পালমার, ভিয়েতনামের কাটিমন, মিয়ানমারের রাঙ্গুই, ভারতের আম্রপালি ছাড়াও এই তালিকায় যোগ হচ্ছে বিভিন্ন দেশের আম। মৌসুমের শেষে পাহাড়ে বিদেশি আমের বাজার নিয়ে ছবির গল্প—

পাহাড়ে চাষ করা বিদেশি আম আছে রাঙামাটি শহরে।
পাহাড়ে চাষ করা বিদেশি আম আছে রাঙামাটি শহরে।
ব্যানানা ম্যাঙ্গো। রাঙামাটির বনরূপা বাজারে।
ব্রুনাই কিং। স্থানীয় পাইকার এনেছেন বিক্রির জন্য। রাঙামাটির কল্যাণপুরে।
কিং চাকাপাত, ডম মাই, ব্যানানা, মিয়া জাকি, রেড পালমার আম বিক্রি হচ্ছে রাঙামাটির কলেজ গেটে।
নিজের বাগান থেকে রাঙ্গুই আম রাঙামাটি শহরে বিক্রি করতে এসেছেন আমচাষি।
রেড পালমার আম। টিটিসি মোড়, রাঙামাটি।
ডক মাইসহ বিদেশি বিভিন্ন প্রজাতির আমের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় পাইকার। টিটিসি মোড়, রাঙামাটি।
পাহাড়ে চাষ করা বিদেশি আম কিনছেন স্থানীয় লোকজন। টিটিসি মোড়, রাঙামাটি।
গাছে থোকায় থোকায় ঝুলছে ভারতীয় আম্রপালি। জীবতলী, রাঙামাটি।
পাহাড়ে চাষ করা বিদেশি আম বিক্রির জন্য রাখা হয়েছে সড়কের পাশে। কলেজ গেট এলাকা, রাঙামাটি।
পাহাড়ে চাষ করা বিদেশি রাঙ্গুই আমের বাগানিরা বিক্রি করতে নৌকায় করে আনছেন রাঙামাটি শহরে।
রেড পালমার,আমেরিকান আম পাহাড়ে চাষ করা হয়েছে। স্থানীয় পাইকার বিক্রি করছেন রাঙামাটির বনরূপা বাজারে।