কবিগুরুর কাছারি বাড়ি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক একটি স্থান রবীন্দ্র কাছারি বাড়ি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারের শাহজাদপুর কাপড়ের হাটের দক্ষিণ পাশে এক সবুজ-শ্যামল পরিবেশে  কাছারি বাড়িটি অবস্থিত। কাছারি বাড়ির কয়েকটি ছবি নিয়ে এই ছবির গল্প।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ির প্রধান ফটকে লেখা রয়েছে জাদুঘর পরিদর্শনের সময়সূচি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ির প্রধান ফটকে লেখা রয়েছে জাদুঘর পরিদর্শনের সময়সূচি।
দোতলা ভবনটি এখন রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে পরিচিত।
ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে কাছারি বাড়িটি নির্মাণ করা হয়।
কাছারি বাড়ি প্রাঙ্গণে বিশাল জারুলগাছ।
কাছারি বাড়ি প্রাঙ্গণে নানা রকমের গাছপালা আছে।
শাহজাদপুরে রবীন্দ্রনাথের বিশেষ বিশেষ রচনার তালিকা দেওয়া আছে জাদুঘরের দেয়ালে।
করতোয়া নদীর শাখা খোনকার জোলা এখন আর নেই। কিন্তু সাইনবোর্ড টানানো আছে।
ভবনে আছে অনেকগুলো জানালা।