Thank you for trying Sticky AMP!!

পোড়াদহ মাছের মেলা

ইছামতি নদীর তীরে বসেছে দিনব্যাপী পোড়াদহ মাছের মেলা। প্রায় ৪০০ বছরের ঐতিহ্য বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মাছের মেলা। মেলায় আসছে নানা প্রজাতির মাছ। গ্রামীণ জীবনে টাটকা মাছের স্বাদ দিতেই মেলার এ আয়োজন। সেই মেলায় ৪০ কেজি ওজনের ব্লাক কার্প মাছ। এনেছেন গোলাবাড়ী এলাকার মাছ ব্যবসায়ী বজলুর রহমান। তিনি মাছটির দাম হেঁকেছেন ৮০ হাজার টাকা।

ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলায় উঠেছে নদীর আইড়, ভেউশ, গুজিয়া, বোয়ালসহ নানা প্রজাতির মাছ। দাম অনেকটা চড়া। প্রতি কেজি মাছের দাম হেঁকেছেন ১০০০ থেকে ১৫০০ টাকা।
ছয়টি মাছ কিনে শ্বশুরবাড়িতে যাচ্ছেন জামাই সোহাগ ইসলাম ও তপু ইসলাম। মেলা থেকে প্রায় দুই মণ মাছ কিনেছেন তাঁরা।
২৬ কেজি ওজনের কাতলা মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।
মেলায় আসা নানা প্রজাতির মাছ।
সিলভার কার্প মাছটি দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা শিশু হাসিবুল হাসানের।
১৫ কেজি ওজনের বোয়াল মাছটির দাম হেঁকেছেন ২২ হাজার ৫০০ টাকা।
অভিভাবকের সঙ্গে মেলায় এসেছেন শিশুটি ।
মেলায় আনা বিগহেড কার্প মাছ।
জামাই নূরুল ইসলাম দুটি কাতলা মাছ কিনে শ্বশুরবাড়িতে যাচ্ছেন।
মেলায় আনা মাছ।
২৫ কেজি ওজনের কাতলা মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়।
মেলায় আসা সবচেয়ে বড় ব্লাক কার্প মাছের ওজন ৪০ কেজি। নাটোরের বিল এলাকা থেকে মাছটি কিনে এনেছেন বজলুর রহমান। দাম হেঁকেছেন ৮০ হাজার টাকা।
মেলায় এসে নাগরদোলায় দোল খাচ্ছে মানুষেরা।
সাত সকালেই জমে উঠেছে পোড়াদহ মেলা।