Thank you for trying Sticky AMP!!

ঢাকায় নাসিরুদ্দিন শাহ

২১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মঞ্চস্থ হয় ত্রয়ী নাটিকা ‘ইসমত আপা কে নাম’। নাটিকাগুলোতে অভিনয় করেন উপমহাদেশের বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ ও হিবা শাহ। নাটকে আগে প্রস্তাবনা তুলে ধরেন নাসিরুদ্দিন শাহ। ছবি: আবদুস সালাম
প্রথমে মঞ্চস্থ হয় ‘ছুইমুই’। তাতে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহর মেয়ে অভিনেত্রী হিবা শাহ। ছবি: আবদুস সালাম
দ্বিতীয় নাটিকা ‘মুঘল বাচ্চা’র কথক ও অভিনেত্রীর ভূমিকায় প্রখ্যাত অভিনেত্রী রত্না পাঠক শাহ। ছবি: আবদুস সালাম
সবশেষ নাটিকা ‘ঘরওয়ালি’তে নাসিরুদ্দিন শাহের তাক লাগানো অভিনয়। ছবি: আবদুস সালাম
একই দিন নাটক শুরুর আগে গ্রিনরুমে প্রথম আলোর মুখোমুখি নাসিরুদ্দিন শাহ। ছবি: আবদুস সালাম
মঞ্চ সজ্জার এক ফাঁকে প্রথম আলোকে সাক্ষাৎকার দেন নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ। ছবি: আবদুস সালাম
প্রথম আলোর মুখোমুখি রত্না পাঠক শাহ। ছবি: আবদুস সালাম
নাটক শেষে আয়োজকদের পক্ষ থেকে এই তিন গুণী অভিনয় শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: আবদুস সালাম