স্থবির ঢাকা

রাজধানী ঢাকা শনিবার ছিল একেবারেই ফাঁকা। গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচি থাকায় সেখানে জড়ো হন নেতা–কর্মীরা। পাশাপাশি আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা সড়কের বিভিন্ন স্থানে মঞ্চ তৈরি করেন এবং কোথাও কোথাও মোটরসাইকেলের মহড়াও দেন। সারা দিন গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দূরদূরান্ত থেকে হেঁটে গন্তব্যে যেতে হয় তাঁদের। রাজধানীর প্রবেশপথে বসানো হয় তল্লাশিচৌকি। ঢাকার জীবনযাত্রা ছিল অনেকটাই স্থবির।

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আসা নেতা-কর্মীরা। গোলাপবাগ, ঢাকা
ছবি: দীপু মালাকার
মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দিচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিরপুর ১, ঢাকা
রাজধানীর প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি। গাবতলী, ঢাকা
রাজধানীর সড়কে যান চলাচল ছিল সীমিত। কল্যাণপুর, ঢাকা
সড়কে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা–কর্মীদের অবস্থান। কলেজগেট, ঢাকা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। ফকিরেরপুল, ঢাকা
প্ল্যাকার্ড হাতে ঢাকার বিভাগীয় গণসমাবেশে বিএনপির নেতা–কর্মীরা
বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশে শত শত নেতা–কর্মী। গোলাপবাগ, ঢাকা
গণপরিবহন না থাকায় টিকিট কাউন্টার ফাঁকা। গাবতলী, ঢাকা
বিভিন্ন সড়কের পাশে তৈরি করা হয়েছে আওয়ামী লীগ মঞ্চ। মিরপুর ১, ঢাকা
রাজধানীর প্রবেশপথে নিরাপত্তা জোরদার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চলছে জিজ্ঞাসাবাদ। আমিনবাজার, গাবতলী
সড়কে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। অনেকটা পথ হেঁটে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। আমিনবাজার, গাবতলী