একঝলক (১১ এপ্রিল, ২০২২)

সিলেট অঞ্চলের কয়েকটি হাওরের বোরো ধান পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। এক সপ্তাহ পর কিছু হাওরের পানি কমেছে। তলিয়ে যাওয়া হাওরের বোরো ধান ঢলের পানিতে পচে গেছে। হাওরে নেমে নষ্ট ও পচা ধান কাটছেন কৃষকেরা। উফতার হাওরের নয়াবিল, সিলেট, ১১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা ও বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি ব্রজমোহন স্কুল প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে পয়লা বৈশাখ। করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর এ আয়োজন হতে যাচ্ছে। তাই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নানা ধরনের বৈশাখী উপকরণ বানাতে ব্যস্ত সময় পার করছেন। শ্রীনাথ চ্যাটার্জি লেন, বরিশাল নগর, ১১ এপ্রিল
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডির আত্মহত্যায় প্ররোচনাদাতা মো. সাখাওয়াত হোসেনের শাস্তির দাবি এবং বরেন্দ্র সেচ প্রকল্পের বিএমডিএর গভীর নলকূপ পরিচালনায় অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে বিএমডিএ অফিসে স্মারকলিপি প্রদান করে রক্ষাগোলা সমন্বয় কমিটি গোদাগাড়ী রাজশাহী। বরেন্দ্র অফিস চত্বর, রাজশাহী, ১১ এপ্রিল
ঈদে ব্যস্ত সময় কাটছে আসবাবের কারখানায়। মালয়েশিয়ান উড নামের বোর্ডের সঙ্গে মেহগনি কাঠ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন খাট, ওয়াল শোকেসসহ বিভিন্ন আসবাব। একক কাঠের তুলনায় এ আসবাবের দাম প্রায় ৫০ শতাংশ কম। মুজগুন্নী বকুলতলা, খুলনা, ১১ এপ্রিল
কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। নতুন পানিতে মাছ ধরছেন জেলেরা। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার পশ্চিম মহিপুর থেকে তোলা, ১১ এপ্রিল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধা ঘণ্টার কালবৈশাখী ঝড়ে স্কুল, মাদ্রাসা, মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ প্রায় ২৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রায় ১২০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। বিদ্যুতের ১৪টি খুঁটি বিচ্ছিন্ন হয়ে এবং ২০০টি মিটার ভেঙে ৪০০ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে রয়েছে। এতে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাত ও আজ সোমবার সকালে উপজেলায় এ ভয়াবহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া, ১১ এপ্রিল
চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিঝু উৎসবে খেলাধুলার আয়োজনে রশি–টানাটানি প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিশুরা। হর্টিকালচার সেন্টারসংলগ্ন এলাকা, খাগড়াছড়ি, ১১ এপ্রিল
পেঁয়াজের গাদা বা পেঁয়াজের স্তূপ। বাংলাদেশের অন্য জেলায় এ ধরনের দৃশ্য সচরাচর দেখা গেলেও ভোলায় দেখা যাচ্ছে প্রথম। এবারই বারি-৪ জাতের পেঁয়াজের আবাদ করে বাম্পার ফলন পেয়েছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমণষা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারের পরিচালক ইয়ানুর রহমান মোল্লা। ভোলা, ১১ এপ্রিল
যমুনা নদীতে বেড়েছে পানি। সঙ্গে বেড়েছে মাছের আনাগোনা। হাত দিয়ে নদীতে মাছ শিকারে নেমেছেন মানুষ। বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জ, ১০ এপ্রিল
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মহামারির কারণে দুই বৈশাখ পর এবার পয়লা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও চারুকলার মঙ্গল শোভাযাত্রাও উদ্‌যাপিত হবে। ঢাকা, ১০ এপ্রিল
কৃষকের পানির অধিকার নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় কৃষক সমিতি। ঢাকা, ১১ এপ্রিল