পাহাড়ে চাষ করা ধান কাটছেন দুজন ত্রিপুরা নারী। ছবিটি গত সপ্তাহে তোলা। জুম পাহাড়, মিলন কারবারিপাড়া, দীঘিনালা, খাগড়াছড়িসকালে ঘুম থেকে উঠেই মামার কাছে বেড়াতে যাওয়ার আবদার নাজিফার। তাই সাইকেলের সামনের খাঁচায় ভাগনিকে বসিয়ে বের হয়েছেন মামা। গোয়ালখালি, খুলনা, ৩ অক্টোবর
বিজ্ঞাপন
যতদূর চোখ যায় সবুজে ঘেরা সারি সারি পাহাড়। ভোরে সূর্যের দেখা মেলার আগে থেকেই এসব পাহাড়ের চূড়াগুলো মোড়ানো থাকে সাদা মেঘের গালিচায়। সাপছড়ি ফুরমোন পাহাড় এলাকা, রাঙামাটি, ৩ অক্টোবর
বিজ্ঞাপন
পদ্মার মাঝে বিশাল চরাঞ্চল। এসব এলাকায় বিভিন্ন পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি। হরিণাঘাট এলাকা, হরিরামপুর, মানিকগঞ্জ, ২ অক্টোবরমানব পাচার আইনে রিক্রুটিং এজেন্সির মালিকদের হয়রানির অভিযোগ এনে রাজধানীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন মানব পাচার মামলায় ভুক্তভোগী মালিকেরা। নিউ ইস্কাটন রোড, ঢাকা, ৩ অক্টোবরকদিন বাদেই শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। শেষ মুহূর্তে এসে প্রতিমা রঙের কাজে ব্যস্ত শিল্পীরা। সদরঘাট এলাকা, চট্টগ্রাম নগর, ২ অক্টোবরকুমিল্লা নগরের সৌন্দর্যবর্ধনের জন্য সড়কের পাশের দেয়ালগুলোতে বিভিন্ন ধরনের আলপনা করাচ্ছে সিটি করপোরেশন। ঈদগাহ মাঠ এলাকা, কুমিল্লা, ৩ অক্টোবর আজ রোববার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তাই শেষ দিনে নগরের মৎস্য অবতরণকেন্দ্রে ছিল ক্রেতাদের ভিড়। এসব মাছ বেশির ভাগই মেঘনা নদী ও তার আশপাশে থেকে ধরা। বড় সাজিতে বরফ দিয়ে সংরক্ষণ করা ইলিশ বের করছে বিক্রেতারা। পোর্ট রোড, বরিশাল নগর, ৩ অক্টোবর চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে আদালতে আনা হয়। চট্টগ্রাম আদালত, ৩ অক্টোবররাজধানীতে আইন অমান্যকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় মহাসড়কের বাসগুলো থেকে নিষিদ্ধ হাইড্রলিক হর্ন আটক করে জরিমানা করে। শনি আখড়া, ঢাকা, ৩ অক্টোবর