আর্তমানবতার সেবক প্রয়াত মাদার তেরেসাকে আজ রোববার সন্ত (সেইন্ট) হিসেবে ঘোষণা দেবে ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চ। কলকাতায় মিশনারিজ অব চ্যারিটিতে তাঁর ছবির সামনে দিয়ে যাচ্ছেন কয়েকজন নান। ছবি: রয়টার্সআফগানিস্তানের রাজধানী কাবুলে সড়কের পাশের দোকানে সবজি সাজাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপিসূর্য যাচ্ছে পাটে। এরই পটভূমিতে এক আফগান তরুণ। ছবিটি সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশের শহরতলি থেকে তোলা। ছবি: এএফপিরংবেরঙের ছাতা দিয়ে সাজানো হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনার ডার্না স্কয়ার। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্সরিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে পুতুল নিয়ে প্রচার চালাচ্ছে শিশুটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড কাউন্টির নরওয়াক শহর থেকে ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্সসাংবাদিক আনোয়ার হোসেন দিলু ও আব্দুর রব নাহিদের হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছবি: প্রথম আলোবগুড়ার কাহালু উপজেলার তিনদিঘী হাট এলাকার আশপাশের কয়েকটি গ্রামে তালের আঁশ দিয়ে ডুলি, টুপি, কলমদানি, ঝুড়িসহ বেশ কিছু শৌখিন পণ্য তৈরি করা হয়। সেগুলো পাইকারি দামে কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন আজাহার উদ্দিন। কিনে নেওয়া পণ্য নিয়ে চাঁদপুরে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছেন আজাহার উদ্দিন। ছবিটি রোববার বগুড়া শহরের বাইপাস সড়কের ছিলিমপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাস্কুলছাত্র মাহফুজ আলম সজীবের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজ রোববার বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: শাহ আলমরাজধানীতে আসতে শুরু করেছে কোরবানির পশু। কুষ্টিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কমলাপুর নিয়ে যাচ্ছে এই গরুগুলো। হঠাৎ যেন অসুস্থ হয়ে না পড়ে, সেই আশঙ্কায় পাখা দিয়ে বাতাস করছেন এক ব্যাপারী। গতকাল শনিবার দুপুরে মহাখালী এলাকা থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলমশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তৈরি করা আধুনিক এক্সসেলেটর সংযুক্ত পদচারী-সেতুটি দিয়ে পারাপার হচ্ছে পথচারীরা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলমরাজধানীর বিভিন্ন স্থানে ডিজিটাল যাত্রীছাউনি বসানোর জন্য নির্ধারিত স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে সাইনবোর্ড বসানো হয়েছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলমকয়েক দিন পরই ঈদুল আজহা৷ এখন পুরোনো বাসে রং দিয়ে চকচকে করার কাজ চলছে৷ শ্রমিকেরা জানান, ঈদের দুদিন আগে এসব বাস নামানো হবে৷ ছবিটি আজ রোববার সকালে রাজধানীর আমিনবাজার থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনরাজধানীর পুরানা পল্টনের কমরেড মণি সিংহ রোডের পাশের ফুটপাত পুরো দখল করে ব্যবসা করছেন পোশাক ব্যবসায়ীরা। সাধারণ সময়ে ফুটপাত দিয়ে চলতে পথচারীরা অসুবিধায় পড়েন। ঈদ সামনে রেখে ফুটপাতে ব্যস্ততা আরও বেড়ে যায়। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামরামপুরা খালটি বনশ্রী ও আফতাব নগর এলাকাকে সংযুক্ত করতে কোনো সেতু নেই। উভয় এলাকার বাসিন্দাদের নিজেদের প্রয়োজনে একে অপরের এলাকায় যাতায়াত করতে হয়। সে ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা বাঁশের এই সেতুটি। ছবিটি আজ রোববার সকালে বনশ্রীর সি ব্লক এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামসময় প্রকাশন থেকে প্রকাশিত ‘বেলা অবেলা সারা বেলা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থের সম্পাদক আসাদুজ্জামান নূর এবং অনুষ্ঠানের আলোচক আবদুল্লাহ আবু সায়ীদ। ছবিটি আজ রোববার সন্ধ্যায় বাংলা একাডেমির মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম