Thank you for trying Sticky AMP!!

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করার নিয়ম। সচেতনতা বাড়াতে শিববাড়ী মোড়ে চার বেহারার পালকি ভাস্কর্যে বেহারার মুখে মাস্ক পরিয়ে রাখা হয়েছে। শিববাড়ী মোড়, খুলনা, ১৪ জুন

এক ঝলক (১৪ জুন, ২০২১)

প্রতিবছর নদীভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার শত শত বিঘা ফসলি জমি বিলীন হচ্ছে। দেবগ্রাম, মুন্সীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ জুন
বৃষ্টির কারণে বগুড়া-তালোড়া সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কানোড়া গ্রাম, কাহালু, বগুড়া, ১৪ জুন
দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। তাই বাইসাইকেল চড়ে মনের আনন্দে মেতেছে শিশুরা। লুম্বিনী সড়ক, রাঙামাটি, ১৪ জুন
রাঙামাটি রাজবন বিহারে গাছের ডালে বসেছে এক ছোট্ট বানর। প্রায়ই এমন দৃশ্য পথিকদের আনন্দ দেয়। রাজবন বিহার, রাঙামাটি, ১৪ জুন
দোলনা, পাপোশ, মাদুর, বিছানাসহ নানা সামগ্রী পাইকারি মূল্যে কিনে বাজারে বিক্রির জন্য ভ্যানে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জেলা প্রশাসক কার্যালয়ে সামনে সড়ক, বগুড়া, ১৪ জুন
জমে থাকা বৃষ্টির পানিতে খাবারের খোঁজে দুই বক। বয়রা, খুলনা, ১৪ জুন
বর্ষার প্রথম দিনেই চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হতো বৃক্ষমেলা। করোনার কারণে এবার বন্ধ রয়েছে এই মেলা। তবু বৃক্ষপ্রেমীরা নতুন নতুন গাছের সন্ধানে ভিড় করছে নগরের নার্সারিগুলোয়। নন্দনকানন, চট্টগ্রাম, ১৪ জুন
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করার নিয়ম। সচেতনতা বাড়াতে শিববাড়ী মোড়ে চার বেহারার পালকি ভাস্কর্যে বেহারার মুখে মাস্ক পরিয়ে রাখা হয়েছে। শিববাড়ী মোড়, খুলনা, ১৪ জুন
ধেয়ে আসছে ট্রেন । সেদিকে ভ্রুক্ষেপ নেই পথচারীর। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। চেলোপাড়া রেলওয়ে সেতু, বগুড়া, ১৪ জুন
করোনা সংক্রমিত ইসমাইল হোসেনকে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বাবাকে সেবা দিচ্ছেন ছেলে এস এম ইমরান হোসেন। রাজশাহী সদর, ১৪ জুন
রংপুর-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে শিশুদের নিয়ে মোটরসাইকেলে গন্তব্যে চলছেন চালক। দমদমা, রংপুর, ১৪ জুন