Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৯ অক্টোবর ২০১৮)

ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা। তাঁর এই জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা, ১৯ অক্টোবর। ছবি: আবদুস সালাম
সাতসকালে শিশিরে ভেজা ডালে বসেছে এক ফড়িং। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৯ অক্টোবর। ছবি: সাজেদুল আলম
বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৯ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বাগানে ফুটে থাকা জবা ফুলের মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। দক্ষিণ গোয়ালচামট এলাকা, ফরিদপুর শহর, ১৯ অক্টোবর। ছবি: আলীমুজ্জামান
মাচায় ঝুলে আছে বড়সড় এক চালকুমড়া। এটি দিয়ে মোরব্বা তৈরি করা হবে। দক্ষিণ গোয়ালচামট এলাকা, ফরিদপুর শহর, ১৯ অক্টোবর। ছবি: আলীমুজ্জামান
মানুষ, পাখি, মাছসহ বিভিন্ন প্রাণীর আদলে তৈরি খেলনা বেলুন বিক্রির জন্য সাপ্তাহিক হাটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সুবলং ঝরনা এলাকা, বরকল উপজেলা, রাঙামাটি, ১৯ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা
পানকৌড়িরা ঝাঁক বেঁধে বসে আছে গাছের ডালে। কাপ্তাই হ্রদের মাছ শিকারি ওরা। লংগদুর কাট্টলী এলাকা, রাঙামাটি, ১৯ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা
মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। বড় কাট্টলী এলাকা, লংগদু উপজেলা, ১৯ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা