চীনের ঝেজিয়াং প্রদেশে গতকাল বৃহস্পতিবার লঙ্কা খাওয়ার প্রতিযোগিতার সময় বরফে গোসল করছেন প্রতিযোগীরা। ছবি: রয়টার্সবন্যার পানিতে সড়ক ডুবে গেছে। কী আর করা? অগত্যা গাড়ির পিঠে সওয়ার। ছবিটি গতকাল বৃহস্পতিবার চীনের তিয়ানজিন থেকে তোলা। ছবি: রয়টার্সপেকে টকটকে লাল হয়ে যাওয়া মরিচ খাচ্ছে একটি পোষা টিয়া। ছবিটি আজ শুক্রবার খুলনার ময়লাপোতা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনছোট নৌকায় পাল তুলে চলেছেন এক মাঝি। ছবিটি সম্প্রতি পিরোজপুর জেলার কলাখালি থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনআমনের খেত তৈরি করতে সেচ দিচ্ছেন দুই কৃষক। ছবিটি আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের তেঘুরি গ্রাম থেকে তোলা। ছবি: সাজেদুল আলমবগুড়ার ধুনটে আজ শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যায়। এতে কয়েকজন আহত হন। ছবি: প্রথম আলোনদীর পাড়ে গাছের ডালে বসে আছে এক জোড়া ফিঙে। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুদামপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাছুটির দিনে ফুটবল খেলায় মেতেছে দামাল ছেলেরা। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুদামপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাচট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙার জন্য আনা জাহাজ থেকে লাইফবোটগুলো কিনে তা জেলেদের কাছে বিক্রির জন্য খালে মজুত করে রেখেছেন ব্যবসায়ীরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার উপজেলার মাদামবিবিরহাটের ইছামতী খাল থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাসবাবা পত্রিকা পড়ছেন। তাঁর কোলে মাথা রেখে মেয়ে মোবাইল ফোনে গেমস খেলছে। ছবিটি আজ শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মহানগর কেন্দ্রীয় পূজা মন্ডপে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: সাহাদাত পারভেজঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সারা দেশে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ছবি: সাহাদাত পারভেজখেতের আলে হাঁসের সারি। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বারআঞ্জুল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানারংপুরে আজ শুক্রবার পর্যটন মোটেল মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে বিভাগটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান ও শিক্ষকদের মধ্যে ১৫০ জন সেরা সংগঠককে সম্মাননা দেওয়া হয়। বিশ্ব সাহিত্যকেন্দ্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের অন্তর্ভুক্ত এটি। ছবি: মঈনুল ইসলামঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশমুখগুলোতে স্থাপন করা হয়েছিল নিরাপত্তাচৌকি। এখন সেগুলোর একটিরও অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। ভেঙে পড়ে আছে নিরাপত্তা গেটের একাংশ। ছবিটি আজ শুক্রবার পলাশী কাঁচাবাজার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামঅনেকেই ট্রাফিক আইন ভেঙে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালান। আইনের কথা বিভিন্ন জায়গায় লেখা থাকে, কিন্তু বাস্তবায়ন হয় না। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর মুগদাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর আহসান মঞ্জিলের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে ময়লার ভাগাড় ও কাপড়ের দোকান। ছবিটি আজ শুক্রবার দুপুরে ইসলামপুরের আহসানউল্লাহ রোড থেকে তোলা। ছবি: আবদুস সালামঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও ওয়াটার এইড যৌথভাবে রাজধানীতে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। ওসমানী উদ্যানে দুটি টয়লেটের নির্মাণকাজ শেষে দিকে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামরোগে আক্রান্ত হওয়ার কারণে এবার পেয়ারার হাটগুলোতে গত বছরের তুলনায় বেচাকেনা কম হচ্ছে। কয়েকজন চাষিকে জিজ্ঞেস করা হলে তাঁরা জানান, রোগ হওয়ার কারণে এবার অনেক গাছে পেয়ারা কম ধরেছে। পরিপক্ব হতেও সময় লাগছে। ছবিটি আজ শুক্রবার সকালে ঝালকাঠির ভিম্রুলি থেকে তোলা। ছবি: সাইয়ানফরিদপুর শহরের রঘুনন্দনপুর কলাবাগান এলাকায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে তৈরি করছেন ১৫০ ফুট লম্বা একটি বাঁশের সাঁকো। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামানলালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মাদ্রাসাশিক্ষক আজিজুর রহমানের মেয়ে মোহসেনার বিয়ের আয়োজন চলছিল বাড়িতে। কিন্তু ধরলা নদীর ভাঙনে সদ্যনির্মিত এই বাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। ছবিটি আজ শুক্রবার ইউনিয়নের কুড়ল গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলোভোর ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ফরিদপুরের গোয়ালচামট এলাকায় শীঅঙ্গন কুমে ছিপপ্রতি এক হাজার টাকার বিনিময়ে মাছ শিকারে ব্যস্ত শৌখিন মৎস্য শিকারিরা। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামানমানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরি মধ্যে ছয়টিই বিকল। এ ছাড়া পানি বাড়ায় ও নদীতে প্রবল স্রোতের কারণে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণের বেশি সময় লাগছে। এ জন্য কয়েক দিন ধরে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে পাটুরিয়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিনপৃথিবীজুড়ে এখন জঙ্গি হামলা আতঙ্কের বিষয়। এই জঙ্গি হামলা রোধে শুক্রবার জুমার নামাজ সামনে রেখে মসজিদগুলোতে ও নগরজুড়ে ছিল বিশেষ নিরাপত্তাব্যবস্থা। ছবিটি আজ রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে তোলা। ছবি: প্রথম আলোতারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর একটি বিক্ষোভ মিছিল ও রাজশাহী নগরীর জিরো পয়েন্টে সমাবেশ করে। ছবি: প্রথম আলোআজ শুক্রবার ছুটির দিনে পরিবার নিয়ে অনেকে গেছেন রাজধানীর ধানমন্ডি লেকে৷ ছবিটি বিকেলে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিনরাজধানীর মিরপুরের কমার্স কলেজ-সংলগ্ন এলাকার এই পয়োনিষ্কাশন নালায় গতকাল বৃহস্পতিবার পড়ে প্রাণ হারায় চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বির। আজ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ছবিটি শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে তোলা। ছবি: আশরাফুল আলমগতকাল বৃহস্পতিবার রাতে মিরপুরের কমার্স কলেজ-সংলগ্ন এলাকায় পয়োনিষ্কাশন নালায় পড়ে প্রাণ হারায় শিশু সাব্বির। নালার পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় শিশুরা হাঁটছে, খেলছে। যেকোনো সময়ই ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ শুক্রবার বেলা একটার দিকে রূপনগর আবাসিক এলাকার ১৪ নম্বর রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলমবর্ষার মাঝামাঝি বাংলার সোনালি আঁশ পাট কাটার ধুম পড়ে যায়। কাটার পর বাঁধা হচ্ছে পাটের গাঁট। ছবিটি আজ শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান রোডের নিমতলা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলামআজ শুক্রবার শেষ বিকেলের মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিমতলী গেট থেকে ঢাকা মেডিকেল কলেজের দিকের সড়কে। ছবিটি এশিয়াটিক সোসাইটির সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলামগুলশান, বারিধারা, বনানী, নিকেতন, মহাখালী এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোট ৬৩১টি সিসিটিভি ক্যামেরা কাজ করছে। যার তত্ত্বাবধান করা হয় গুলশান এলাকায় অবস্থিত সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেন্টার থেকে। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলামরাজধানীর গুলশান এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তারপরেও রয়েছে জনমনে আতঙ্ক। এরই প্রভাব পড়েছে সেখানকার রেস্তোরাঁগুলোতে। ক্রেতা সমাগম নেই বললেই চলে। ছবিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাবাকাস রেস্টুরেন্টের গুলশান শাখা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলামরাজধানীর গুলশান এলাকার সর্বত্রই নিশ্ছিদ্র নিরাপত্তার পরেও জনমনে আতঙ্কের প্রভাব পড়েছে রেস্তোরাঁগুলোতে। ক্রেতা সমাগম নেই বললেই চলে। বাচ্চাদের খেলার জায়গাও ফাঁকা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাবাকাস রেস্টুরেন্টের গুলশান শাখা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম