X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৩ অক্টোবর ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 23 Oct 2018, 09:50
পানি নিষ্কাশনের পাইপের ভেতর বসে আছে এক চড়ুই পাখি। সদর হাসপাতাল, খাগড়াছড়ি, ২৩ অক্টোবর। ছবি: পলাশ বড়ুয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চার নেতা৷ পরে চিকিৎসার জন্য তাঁদের মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মগবাজার, ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
সবুজ ধান খেতের পাশ দিয়ে গ্রামের মেঠোপথ ধরে সকাল বেলা বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। মাশুকগঞ্জ, সিলেট সদর, ২৩ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
গাছের মগডালে বসে দোল খাচ্ছে দুটি সাদা বক। বাংলা স্কুলের মোড়, ভোলা সদর, ২০ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
পাহাড়ে ফুটেছে লজ্জাবতী ফুল। গোলাপি রঙের এই ফুল নজর কাড়ে সবার। কলেজপাড়া এলাকা, খাগড়াছড়ি শহর, ২২ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
ভোরে জমিতে লাঙল দিচ্ছেন কৃষক। বাদেয়ালী গ্রাম, সিলেট সদর, ২৩ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
রংপুরে করা মানহানির এক মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে মঙ্গলবার দুপুরের দিকে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিমের আদালতে নেওয়া হয়। শুনানি শেষে মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: সাজিদ হোসেন
চোখজুড়ানো সবুজ ধানের খেতে মাকড়সার জালের দৃষ্টিনন্দন নকশা। শিশিরকণা যোগ করেছে অন্যরকম মাধুর্য। বাকপাড়া এলাকা, কিশোরগঞ্জ শহরতলি, ২২ অক্টোবর। ছবি: তাফসিলুল আজিজ
টোলমুক্ত করার দাবিতে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। যানবাহন না পেয়ে পায়ে হেঁটে চলতে হয় সাধারণ চলাচলকারীদের। পোস্তগোলা, ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়াসহ তিনটি দাবিতে প্রগতিশীল ছাত্রজোট সংবাদ সম্মেলন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কক্ষ, টিএসসি, ঢাবি, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ব্র্যাক ব্যাংক–প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অদম্য মেধাবী ২০১৮ সংবর্ধনা অনুষ্ঠানে পূজা সেনগুপ্তের পরিবেশনা। ১২৭ অদম্য মেধাবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ফার্মগেট, ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অদম্য মেধাবী ২০১৮ সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে অতিথিদের সঙ্গে অদম্য মেধাবীরা। ১২৭ জন অদম্য মেধাবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ফার্মগেট, ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বাংলাদেশের এমন ‘লিভিং স্ট্যাচু’র দেখা মেলে না। নিজেকে ভাস্কর্যের মতো সাজিয়ে সড়কে অবস্থান নিয়েছেন এই ব্যক্তি। তাঁর দাবি, তিনিই দেশের প্রথম লিভিং স্ট্যাচু। শাহবাগ, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর মোটরসাইকেলের চালকদের মধ্যে সচেতনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করছেন। কারওয়ান বাজার, ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
রাজধানীর অনেক পদচারী–সেতু বেশির ভাগ সময়ই এমন ফাঁকা পড়ে থাকে। এখনো অনেক পথচারী ঝুঁকি নিয়ে সড়ক পার হয়। শাহবাগ, ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
আরও পড়ুন
ই-অ্যাপোস্টিলের আদলে ভুয়া ওয়েবসাইট, দেশে হাজারো নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস
ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা
ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির
‘তবু মাথা নোয়াবার নয়’