কর্মহীন মানুষদের পাশা দাঁড়িয়েছেন একদল শিক্ষার্থী। নিজেরাই রান্না করে রমজান মাসজুড়ে প্রতিদিন অসহায় মানুষদের খাবার দিচ্ছেন তাঁরা। রেলওয়ে বস্তি, বগুড়া, ২৭ এপ্রিল করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পেটের দায়ে কাজে যুক্ত হয়ে পড়ছে দরিদ্র পরিবারের শিশুশিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই ক্লাব মোড় মহল্লার একটি নকশা খোদাই করা দোকানে কাজ করছে শিশুরা। চাঁপাইনবাবগঞ্জ, ২৭ এপ্রিল
বিজ্ঞাপন
করোনা পরিস্থিতিতে অনেকটা গৃহবন্দী জীবন কাটাচ্ছে শিশুরা। টবে লাগানোর জন্য গাছ কিনতে এসে কিছুটা মুক্তির আনন্দ তাদের। ধানমন্ডি, ঢাকা, ২৭ এপ্রিল
বিজ্ঞাপন
সিলেটের সুরমা নদীতে নৌকায় জাল দিয়ে মাছ ধরছেন তিন মৎস্যজীবী। মাছিমপুর, সিলেট, ২৭ এপ্রিলবরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া ত্রাণ ও অর্থসহায়তা নিতে আসা এক নারী রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সেবা দিচ্ছেন দায়িত্বরত স্বেচ্ছাসেবকেরা। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বরিশাল, ২৭ এপ্রিল সর্বত্র লকডাউনের মধ্যে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। ফাঁকা বাস টার্মিনালে যাত্রীর অপেক্ষায় থাকা এক সিএনজিচালিত অটোরিকশার চালক সময় কাটাচ্ছেন পত্রিকা পড়ে। কমদতলী বাস টার্মিনাল, সিলেট, ২৭ এপ্রিল গরমে উত্তপ্ত রাজপথ, সেই সঙ্গে যানজট—দুয়ে মিলে বিপাকে পড়েছেন সাধারণ পথচারীরা। নয়াবাজার ঢাকা, ২৭ এপ্রিলবরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এক হাজার দরিদ্র, দুস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষের মধ্যে ত্রাণ ও অর্থসহায়তা প্রদান করা হয়। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বরিশাল ২৭ এপ্রিলরাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী মানুষের ভিড়। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাটে ছোট এই ফেরিতে ঢাকামুখী মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে ফেরি ছাড়ার অপেক্ষায়। ৩ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়ার, ২৭ এপ্রিলখাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সড়ক ও জনপথ অধিদপ্তরের সহায়তায় পানিসংকটে থাকা এলাকায় পানি বিতরণ কর্মসূচি শুরু করেছে। খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমানাপাড়া এলাকায় জনসাধারণের মধ্যে পানি বিতরণ করছে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের এক স্বেচ্ছাসেবকপ্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ মানুষ। কয়েক দিন ধরে তাপ বেড়েছে। চলতি পথে রোদ ঠেকাতে কোলের শিশুর মাথায় কাগজ ধরে রেখেছেন বাবা। জিন্দাবাজার, সিলেট, ২৭ এপ্রিল মানবিক সেবায় বিনা মূল্যে রোগী পরিবহনসেবা দিচ্ছে ইমাম মোটরস। শহরের বিভিন্ন জায়গায় ৮টি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে এই সেবা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম, ২৭ এপ্রিলগ্রীষ্মের ফল বাঙ্গির চাহিদা বেড়েছে। প্রতিটি বাঙ্গি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ এপ্রিলহাওরজুড়ে চলছে বোরো ধান কাটা। কৃষকেরা ব্যস্ত ধান ঘরে তুলতে। খেত থেকে ধান কেটে মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃষক। উফতার হাওর, সিলেট ২৭ এপ্রিল সকাল থেকে খোলা হয়েছে কাপড়ের দোকান। কিন্তু ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতা। কালীবাড়ি, গোলপাহাড়, চট্টগ্রাম, ২৭ এপ্রিল অসহনীয় গরমে নদীর পাড়ে মাস্ক চোখে দিয়ে ঘুমাচ্ছেন দুই ব্যক্তি। ওয়াইজঘাট, ঢাকা, ২৭ এপ্রিলঢাকা মেডিকেল কলেজে করোনায় আক্রান্তসহ অন্য রোগীদের সেবা দিচ্ছেন বৃহন্নলা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তৃতীয় লিঙ্গের এসব মানুষ ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। বৃহন্নলার সদস্য সাগরিকাকে দেখা যায় তাঁর আরেক সহকর্মী প্রিয়া খানের সুরক্ষাসামগ্রী ঠিক করে দিতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৭ এপ্রিলকম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার উৎসব। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ২৭ এপ্রিলসড়কপথে খুলনা থেকে আনা তরমুজ ট্রাক থেকে বাদামতলী ফলের আড়তে নিচ্ছেন শ্রমিকেরা। আকার ও মান ভেদে তরমুজ প্রতি ১০০টি বিক্রি হয় ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকায়। ঢাকা, ২৭ এপ্রিলকরোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। রোগী বাঁচাতে অক্সিজেনের চাহিদা বেড়েছে কয়েক গুণ। হাসপাতাল, বাড়িঘর সব জায়গায় অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের জন্য দেখা যায় মানুষের ছোটাছুটি। মগবাজার, ঢাকা, ২৭ এপ্রিল লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকলেও চলছে কিছু যানবাহন। কিন্তু যাত্রী পরিবহনে কেউ মানছেন না করোনা সচেতনতামূলক নিয়ম। গুলিস্তান বাসস্ট্যান্ড, ঢাকা, ২৭ এপ্রিলআকর্ষণীয়ভাবে ইফতার সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কিন্তু ক্রেতাসংখ্যা অনেক কম। ধানমন্ডি, ঢাকা, ২৭ এপ্রিলকরোনা সংক্রমণের আতঙ্কে বিপণিবিতানগুলোতে লোকজন কম আসছেন। শহরের সেন্ট্রাল সড়কের একটি কাপড়ের দোকানে ক্রেতাশূন্য বসে আছেন বিক্রেতারা। রংপুর, ২৭ এপ্রিল