এক ঝলক (৩ জুলাই ২০২১)

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মধ্যে তৃতীয় দিনে রাজধানীতে পুলিশের চেকপোস্ট। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সায়েন্স ল্যাবরেটরির মোড়, ঢাকা, ৩ জুলাই
। ছবি: সাজিদ হোসেন
লকডাউনের দ্বিতীয় দিনে বৃষ্টিতে নগরবাসী তেমন বাইরে বের হয়নি। সেই সুযোগে লেকে সহযোগীদের নিয়ে মাছ শিকারে বসেছেন শৌখিন মৎস্যশিকারি হাসিবুর রহমান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বড়শিতে মিলেছে কার্ফু মাছ। ধানমন্ডি লেক, ঢাকা, ২ জুলাই।
টিকার নিবন্ধন করতে বিদেশগামী লোকজনের ভিড়। আগ্রাবাদ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম, ৩ জুলাই।
যানবাহন না থাকায় আছিয়া বেগম (৬৫) বৃষ্টির মধ্যে হেঁটে দুই ঘণ্টায় কর্মস্থল লালমাটিয়া থেকে আমিনবাজার এসেছেন। যাবেন সাভারের হেমায়েতপুরে নিজ বাসায়। লালমাটিয়া এলাকার এক বাসায় গৃহস্থালির কাজ করেন তিনি। লকডাউন চলাকালীন প্রতিদিনই তাঁকে ৬ ঘণ্টা ধরে হেঁটে আসা–যাওয়া করে কাজ করতে হচ্ছে। আমিনবাজার, ২ জুলাই।
লকডাউনে অযথা বের হওয়ার কারণে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. স্বপন নামের এই ব্যক্তিকে শাহবাগে রোদে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছেন আদালত। শাহবাগ, ঢাকা, ৩ জুলাই।
লকডাউনেও মানিকগঞ্জে মাছের আড়তে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। গাদাগাদি করে কেনাবেচা চলছে। অনেকের মুখে নেই মাস্কও। তরা মাছের আড়তে, মানিকগঞ্জ, ৩ জুলাই।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের মাথায় এভাবে বড় বড় গর্ত এবং খানাখন্দ তৈরি হয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ৩ জুলাই।
সিলেট নগরের রিকাবীবাজার এলাকার নজরুল চত্বর এটি। বৃষ্টি হলেই চত্বরের ওপরের ভাগে পানি জমে থাকে। পানি নিষ্কাশন না হওয়ায় সেখানে দিনের পর দিন বদ্ধ হয়ে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়ায়। সিলেট, ৩ জুলাই।
রংপুরে কঠোর লকডাউনের তৃতীয় দিনে সড়কে যানবাহন চলাচল বেড়েছে। সিটি বাজার, রংপুর, ৩ জুলাই।
করোনাভাইরাস সংক্রমণে রোধে চলমান লকডাউনের তৃতীয় দিনে বন্ধ আছে সিলেটের বিপণিবিতানগুলো। সড়ক ফাঁকা রয়েছে। বন্ধ বিপণিবিতানের সামনে জুতা মেরামত করতে বসে আছেন বিজয় ঋষি। চৌহাট্টা এলাকা, সিলেট, ৩ জুলাই।
বিভিন্ন যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন বিজিবি সদস্যরা। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৩ জুলাই।
শিকারের অপেক্ষায় বসে আছে মাছরাঙা পাখিটি। সুযোগ পেলেই ছোঁ মেরে শিকার ধরবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, পাবনা, ৩ জুলাই।
কিশোরগঞ্জের হাওরের নতুন পানিতে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার পানি একটু দেরিতে আসায় দুদিন ধরে হাওরের এ উৎসব শুরু হয়েছে। হাওরে গিয়ে দেখা যায় অনেক শিশু-কিশোরসহ বয়স্করা ঠেলাজাল, ছিপ/টাকজাল, ঝাঁপিজাল নিয়ে দেশীয় মাছ ধরার উৎসবে নেমেছেন। বালিখলা হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২ জুলাই।
জীবন ও জীবিকার তাগিদে শ্রম বিক্রির আশায় হেঁটে ছুটছে একদল শ্রমিক। লকডাউনের কারণে হেঁটেই কাজের খোঁজে বের হয়েছেন তাঁরা। রহমান নগর, বগুড়া শহর, ০৩ জুলাই।
কঠোর লকডাউনের তৃতীয় দিনে শনিবার কুমিল্লা চকবাজার এলাকায় বিভিন্ন যানবাহন অবৈধভাবে চলাচল করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেন। কুমিল্লা, ৩ জুলাই।
প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কিন্তু এরপরও চলমান লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে ভিড় করছে হাজারো মানুষ। ফিশারিঘাট নতুন মাছ বাজার, চট্টগ্রাম, ৩ জুলাই।
ফাইজারের টিকা নিতে বিএসএমএমইউতে মানুষের ভিড়। মানা হয়নি সামাজিক দূরত্ব। ঢাকা, ৩ জুলাই।
টেকনাফে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলেদের ঘরে থাকার উপদেশ দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা। ছবিটি শনিবার দুপুরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার মৎস্যঘাট থেকে তোলা। টেকনাফ, ৩ জুলাই।
৬৬ বছর বয়সী আছিয়া খাতুন জ্বরের পর শুক্রবার জেনেছেন, তিনি কোভিডে আক্রান্ত। আজ শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। তারপর দুপুরে তাঁকে নিয়ে আসা হয় আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সদ্য খোলা করোনা ইউনিটে। ভর্তির পর পরীক্ষা করে নিচ্ছেন চিকিৎসক। খুলনা, ৩ জুলাই।
১ জুলাই শুরু হওয়া সরকারের কঠোর বিধিনিষেধের আজ তৃতীয় দিন। রাজধানীর বিভিন্ন ব্যস্ততম এলাকা ছিল ফাঁকা। ফার্মগেট, ঢাকা, ৩ জুলাই।
কোলের বিড়ালটি বন্ধুর কাছ থেকে নিয়েছিলেন এই যাত্রী। কিন্তু এটিকে পোষ মানানো যাচ্ছে না, তাই ফিরিয়ে দেওয়ার জন্য বের হয়েছিলেন। পথে প্রশাসনের জেরার মুখে পড়েন তিনি। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৩ জুলাই।
কঠোর বিধিনিষেধের মধ্যে বাইরে আসা ব্যক্তিদের প্রশাসনের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। উপযুক্ত কারণ বলতে না পারলেই রাজশাহী জেলা প্রশাসকের মোবাইল কোর্ট তাঁদের জরিমানা করেন। সাগরপাড়া মোড় এলাকা, রাজশাহী, ৩ জুন।
কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ফাঁকা ব্যস্ততম গুলিস্তান এলাকা। ঢাকা, ৩ জুলাই।