Thank you for trying Sticky AMP!!

ছবিতে আজ (২৮ সেপ্টেম্বর ২০১৪)

চীনের জাতীয় দিবসকে সামনে রেখে গতকাল শনিবার দেশটির দক্ষিণের স্বায়ত্তশাসিত একটি অঞ্চলে ড্র্যাগন নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: আইএএনএস
প্যারিসে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে ২০১০ সালের মিস ফ্রান্সজয়ী মালিকা মেনার্ড। ছবিটি শনিবার প্যারিস থেকে তোলা। ছবি: এএফপি
মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারশো-২০১৪-এ অংশ নিয়ে নিজেদের পতাকার রং ছড়াচ্ছে স্পেনের বিমানবাহিনীর বিমান। ছবিটি গতকাল শনিবার মাল্টা থেকে তোলা। ছবি: রয়টার্স
পবিত্র কাবা শরিফের নকশা ঠাঁই পেয়েছে স্বর্ণ দিয়ে বানানো লকেটে। হজ করতে যাওয়া হজযাত্রীদের অনেকেই সেগুলো নেড়েচেড়ে দেখছেন, দামে মিললে অনেকে কিনেও নিচ্ছেন। ছবিটি সৌদি আরব থেকে গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
আর কদিন পরেই ঈদুল আজহা। ঈদে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করার জন্য রাজধানীর হাজারীবাগের মেসার্স ভুলুয়া ট্যানারিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ছবি: জাহিদুল করিম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে পশুর হাট। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে কোরবানির পশু হাটে আনছেন ব্যবসায়ীরা। পুকুরে গোসল করিয়ে এই গরুগুলোকে নিয়ে যাওয়া হবে সিলেটের পশুর হাট কাজিরবাজারে। ছবি: আনিস মাহমুদ, সিলেট
কোরবানির হাটে পশুর সমাগম শুরু হয়েছে। তবে ক্রেতা এখনো কম। ছবিটি রোববার দুপুরে রংপুর নগরের লালবাগ হাট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
পূজায় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে নাড়ু, মোয়া, পদ্মচিনি ইত্যাদি বানানোর ধুম পড়ে যায়। আর এসবের প্রধান অনুষঙ্গ নারকেল। দুর্গাপূজার কারণে নারকেলের চাহিদা বেড়ে গেছে। তাই নারকেল ব্যবসায়ীরাও ব্যস্ত। ছবিটি রোববার দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
আন্তর্জাতিক তথ্য অধিকার দিসব উপলক্ষে রোববার সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবিটি শহরের দড়াটানা মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে ছিনতাইকারীদের তত্পরতা বন্ধ এবং মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে রোববার সকালে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
আওয়ামী লীগ ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করেন। ছবি: হাসান রাজা
বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘বাঁচায় নদী, বাঁচাও নদী’ স্লোগানে রোববার রংপুরে সিদ্দিক মেমোরিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নদী সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে শোভাযাত্রা বের করে। ছবিটি নগরের পার্কের মোড় এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
২৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আওয়ামী লীগ সভানেত্রী এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। সেখানেই তার জন্মদিন পালন করা হচ্ছে। ছবি: প্রথম আলো
২৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আওয়ামী লীগ সভানেত্রী এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। সেখানেই তার জন্মদিন পালন করা হচ্ছে। ছবি: প্রথম আলো