Thank you for trying Sticky AMP!!

জাতীয় গ্রন্থাগার দিবস

আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’। গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেশির ভাগ পাঠাগার বন্ধ হয়ে যায়। ছয় মাস পর গত সেপ্টেম্বর থেকে বেসরকারি পাঠাগারগুলো আবার খুলতে শুরু করে। তবে এখনো বেশির ভাগ পাঠাগার পুরোদমে চালু হয়নি। আর সরকারি গণগ্রন্থাগারগুলো খুলেছে গত বুধবার। খুব শিগগির পাঠাগারগুলো সচল হবে, এমন আশা সবার।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে যশোর জেলা সরকারি গণগ্রন্থাগারও বন্ধ ছিল। পাঠকদের জন্য খুলে দেওয়া হচ্ছে এ গ্রন্থাগার। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে চলছে সাজসজ্জা। নাজির শংকরপুর, যশোর, ৪ ফেব্রুয়ারি
১১ মাস বন্ধ থাকার পর গতকাল খুলেছে নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার। পড়ে আছে শূন্য চেয়ার-টেবিল। বৃহস্পতিবার দুপুরে তোলা
প্রায় ১১ মাস পর খোলা হয়েছে খুলনার বিভাগীয় সরকারি গ্রন্থাগার। বয়রা, সিলেট, ৩ ফেব্রুয়ারি
গ্রন্থাগারে ধোয়ামোছার কাজ চলছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তোলা, কুমিল্লা।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে চলছে সাজসজ্জা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। রাজশাহী, ৪ ফেব্রুয়ারি
জাতীয় গ্রন্থাগার দিবসে বই গোছানোর কাজ চলছে। জেলা সরকারি গণগ্রন্থাগার, লস্করপুর, পাবনা, ৪ ফেব্রুয়ারি
বরিশাল নগরের বান্দ রোডে অবস্থিত পাবলিক লাইব্রেরিসহ ভবনের বেহাল অবস্থা। ছবিটি বৃহস্পতিবার তোলা
চট্টগ্রাম নগরের শহীদ মিনার এলাকার পুরোনো গ্রন্থাগার ভবনটি ভেঙে করা হচ্ছে নতুন ভবন। তাই গ্রন্থাগারের বই ও আসবাব স্থানান্তর করা হয়েছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের  ভবনে। অবহেলা আর অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে অনেক বই।  গতকাল সকাল সাড়ে ১০টায় সদরঘাট এলাকায়
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উপলক্ষে সাজানো হয়েছে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার ভবন। ঢাকা