Thank you for trying Sticky AMP!!

বড়দিনের যত প্রস্তুতি

খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গির্জায় গির্জায় চলছে সাজসজ্জা। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা স্থানে শোভা পাচ্ছে বর্ণিল রূপে সাজানো ‘ক্রিসমাস ট্রি’ কিংবা সান্তাক্রুজের ছবি। কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হয়। গির্জায় গির্জায় চলে বিশেষ প্রার্থনা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় থাকা খ্রিষ্টান ধর্মাবলম্বীরা এই উৎসবে অংশ নেন। বড়দিন উপলক্ষে দিনব্যাপী থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

বড়দিন উপলক্ষে খ্রিস্টমাস ট্রি সাজ্জাচ্ছে এক শিশু। গতকাল বুধবার সিলেটের নয়াসড়ক এলাকায়
সান্তাক্লজের পোশাক পরা এক ডুবুরি। সেই দৃশ্য উপভোগ করছে খুদে দর্শকেরা। গতকাল কুয়ালালামপুরের অ্যাকোরিয়া কেএলসিসিতে ট্যাংকের ভেতরে
সান্তা ক্লজের পোশাক পরা এক দাতব্য সংগঠনের কর্মীর হাতে স্যানিটাইজার দিচ্ছেন এক স্কুলের কর্মকর্তা। বড়দিন উপলক্ষে এই কর্মী খাবার বিতরণে এসেছিলেন। গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে
সান্তা স্যুট পরিহিত পুরুষেরা ট্রাস্টেভেরিতে খাবারের টেবিলে মেতেছেন আড্ডায়। গতকাল ইতালির রোমে
বড়দিন উপলক্ষে নগরের বিভিন্ন হোটেলের লবিগুলোকে সাজানো হচ্ছে নতুনরূপে। গত সোমবার হোটেল র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে
বড়দিন উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। গত মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের হোলি রোজারি গির্জায়
মহামারির মধ্যে এসইউপি (স্ট্যান্ড আপ প্যাডেল) বোটগুলোতে সান্তা ক্লজের সাজে। গতকাল ক্রোয়েশিয়ার পুলায়
সান্তাক্লজরূপী পুতুলের মুখে মাস্ক। গতকাল ইতালির রোমে
সান্তাক্লজের সাজে এক ফিলিস্তিনি নাগরিক। গতকাল পশ্চিম তীরের বেথলেহেমে