শীতের এ সময়ে

শীত এখন পৌষ পেরিয়ে মাঘে পা ফেলেছে। কুয়াশামাখা সকালে ঠান্ডা বাতাস বইছে। কোথাও কোথাও সারা দিন সূর্যের দেখা মেলে না। উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। দক্ষিণাঞ্চলেও শীতের প্রকোপ একেবারে কম নয়। তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। কুয়াশার কারণে সড়ক, নৌপথ ও আকাশপথে যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রাণিকুলও জড়সড় হয়ে পড়ে শীতের প্রকোপে। এরপরও জীবন থেমে থাকে না। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বেরিয়ে পড়ে কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী ও প্রতিনিধিরা।
শীতের সকালে শিশুকে চাদরে জড়িয়ে বেরিয়ে পড়ছেন মা। রোববার, রংপুরের পীরগাছা উপজেলার বামন সরদার এলাকায়
রাতে কুয়াশার কারণে সড়কের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার রাজশাহী নগরের শিরোইল এলাকায়
বোরো ধানের চারা রোপণ করতে ব্যস্ত কিষানিরা। রোববার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চটিগাঁ
চাদর মুড়িয়ে কাজে যাচ্ছে শ্রমজীবী মানুষ। শনিবার, যশোর সদরের চূড়ামনকাটি এলাকায়
কুয়াশামাখা সকালে কাজের তাগিদে গন্তব্যে ছুটছে সাধারণ মানুষ। রোববার যশোরের বারীনগর এলাকায়
কুয়াশায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রোববার যশোরের সাতমাইল এলাকায়
জীবিকার তাগিদে সকালে বের হয়েছেন শ্রমজীবী মানুষ। রোববার যশোরের দড়াটানা মোড়ে
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকে ফেরি চলাচল। রোববার দৌলতদিয়া ফেরিঘাটে
শীতকে উপেক্ষা করে সকালে বেরিয়েছে শিক্ষার্থীরা। রোববার পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকায়
ঠান্ডা থেকে বাঁচাতে গরুর গায়ে বস্তা বেঁধে দেওয়া হয়। রোববার ময়মনসিংহ নগরের দিগারকান্দা এলাকায়
কুয়াশাচ্ছন্ন সকালে কর্মব্যস্ত নির্মাণশ্রমিক। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ২৪ জানুয়ারি
কুয়াশার কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের শিডিউল বিঘ্নিত হয়। রোববার বিমানবন্দর এলাকায়