জলাশয়ে ফুটেছে লাল শাপলা। জামিরা, ফুলতলা, খুলনা, ২৫ আগস্টগরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন একজন। জামিরা, ফুলতলা, খুলনা, ২৫ আগস্ট
বিজ্ঞাপন
গাছের পাতার ওপর উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। জয়রা, মানিকগঞ্জ, ২৫ আগস্ট
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদের নীল পানিতে ছুটে চলেছে একটি নৌকা। মোরঘোনা বড়াদম, রাঙামাটি, ২৫ আগস্টগাছের ডালে ফল খেতে বসেছে একটি হরিয়াল পাখি। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ২৫ আগস্ট বিক্রির জন্য বাজারে পাট নেওয়া হচ্ছে। পলাশিকান্দা, নকলা, শেরপুর, ২৫ আগস্ট মেঠোপথে টায়ার নিয়ে খেলছে দুই শিশু। গঙ্গাচড়া, রংপুর, ২৫ আগস্টজলাশয়ে ভাসছে হাঁসের ঝাঁক। দবিরগঞ্জ, উল্লাপাড়া, ২৫ আগস্ট একহাতে ফুটবল আরেক হাতে দুরবিন নিয়ে বাড়ির সামনে খেলছে এক শিশু। মনোহর, রংপুর, ২৫ আগস্টকাপ্তাই হ্রদের পানিতে একটি সাদা বক। রাঙ্গাপানি, রাঙামাটি, ২৫ আগস্ট‘সবার জন্য নিরাপদ পানি’ স্লোগান নিয়ে নোয়াখালীতে তরুণদের ম্যারাথন। সোনাপুর, নোয়াখালী, ২৫ আগস্টগ্রামের পথ ধরে শিক্ষার্থীদের দলবেঁধে বিদ্যালয়ে যাওয়া। ডলুপাড়া, বান্দরবান, ২৫ আগস্টবাড়ির চালের ওপর বসে আছে এক জোড়া কবুতর। তংপ্রুপাড়া, বান্দরবান, ২৫ আগস্টখুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভাঙা অংশ এড়াতে দ্রুতগামী একটি পিকআপ ইজিবাইকের ওপর ওঠে গেলে ইজিবাইকের তিন যাত্রী প্রাণ হারান। জিলের ডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২৫ আগস্টবিক্রির জন্য বাঁশের তৈরি পণ্য ভ্যানে সাজিয়ে ছুটেছেন একজন ব্যবসায়ী। ধরইল, চাটমোহর, পাবনা, ২৫ আগস্টবৃষ্টির পর আরও সতেজ হয়ে উঠেছে বরজের পান। কাঠি বেয়ে ওপরের দিকে উঠছে পরিণত পানগাছ। হরিপুর, চাটমোহর, পাবনা, ২৫ আগস্টবৃষ্টির পানি পড়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বাড়ির সীমানাপ্রাচীরে লাগানো পোর্টুলাকা/মস রোজ ফুল। অশোকতলা, কুমিল্লা, ২৫ আগস্ট