কাপ্তাই হ্রদে কাঁচকি জাল ফেলে মাছ ধরা। কাটাছড়ি, রাঙামাটি, ৩০ অক্টোবরখেজুরগাছে জোড়া কাঠবিড়ালি। ভাসুবিহার ধাপ, বগুড়া, ৩০ অক্টোবর
বিজ্ঞাপন
দূর আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এক জোড়া পাখি । ভাসুবিহার ধাপ, বগুড়া, ৩০ অক্টোবর
বিজ্ঞাপন
পদ্মাবেষ্টিত এলাকায় মাছ ধরার চাঁইয়ের চাহিদা আছে। মাগুরা থেকে চাঁই সংগ্রহ করে দৌলতদিয়া ঘাটে পদ্মাপারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বারোখাদা, ফরিদপুর, ৩০ অক্টোবরকাঠগোলাপের সৌন্দর্য। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ৩০ অক্টোবরঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে রংপুরে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই ছাতা বেঁধে ফল বেচা চলছে। রাজা রামমোহন মার্কেটের সামনে, রংপুর, ৩০ অক্টোবরসৈয়দপুর থেকে শনপাপড়ি নিয়ে এসে শহরে বিক্রি করতে ঘুরছেন এই ব্যক্তি। গ্র্যান্ড হোটেল মোড়, রংপুর, ৩০ অক্টোবরসকালে ঝুঁকি নিয়ে ঝালাই কাজ শুরু করেছেন এই শ্রমিক। ঠিকাদারপাড়া, রংপুর, ৩০ অক্টোবরজমির আলপথ ধরে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। নোয়াপাড়া, বান্দরবান, ৩০ অক্টোবরবুনো ফুলের ওপর বসেছে বর্ণিল প্রজাপতি। কালাঘাটা, বান্দরবান, ৩০ অক্টোবরঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। কুন্দারদিয়া, ফরিদপুর, ৩০ অক্টোবরচাষনী পীরের মাজারের আশপাশে টিলায় বাস করে শতাধিক বানর। মাজার পরিদর্শনে আসা দর্শনার্থীদের দেওয়া খাবার খাচ্ছে বানরগুলো। গোয়াইটুলা, সিলেট, ৩০ অক্টোবরসন্ধ্যা নেমেছে। হাওরে থাকা হাঁসগুলো তখনো বাড়ি ফেরেনি। হাঁসগুলোকে বাড়ি ফেরাতে নৌকা নিয়ে এসেছে দুই শিশু। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ৩০ অক্টোবরবাড়ির আঙিনায় এ ডাল থেকে ও ডালে, কখনো কাপড় শুকাতে টানানো তারে উড়ে উড়ে খাবার খোঁজ করছে দোয়েল পাখিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৩০ অক্টোবরচায়নিজ ল্যান্টার্ন ফুল। এর পাপড়ির ওপর থাকা লাল ও হলুদের শিরা—চিত্রের মতো নকশা এ ফুলের সবচেয়ে বড় সৌন্দর্য। শাকতলা, কুমিল্লা, ৩০ অক্টোবরগাছের ডালে বুলবুলি পাখির ওড়াউড়ি। পানছড়ি অরণ্য কুটির, খাগড়াছড়ি, ৩০ অক্টোবরবোয়ালমারী উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে একাংশের সড়ক অবরোধ। ওয়াপদার মোড়, বোয়ালমারী, ফরিদপুর, ৩০ অক্টোবরবটফল খেতে গাছের ডালে বসেছে বসন্তবাউরি পাখি। মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ, ৩০ অক্টোবর‘স্তন ক্যানসারে নয় ভয়, সাহসী হোন করুন জয়’ স্লোগানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের আয়োজনে স্তন ক্যানসার সচেতনতা মাস উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়। এতে ক্যানসারজয়ী রোগী ও চিকিৎসকেরা অংশ নেন। প্রশাসনিক ভবনের সামনে, রংপুর মেডিকেল কলেজ, ৩০ অক্টোবররাঙামাটির রাজ বনবিহারে ৪৯তম দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে বানানো কল্পতরু (নগদ টাকার কৃত্রিম গাছ) অর্থ দান করছেন এক বৌদ্ধ পুণ্যার্থী। বিহার প্রাঙ্গণ, রাঙামাটি, ৩০ অক্টোবরঐতিহ্যবাহী বলদা বিলে ‘হাইত উৎসবে’ মাতেন মৎস্যশিকারিরা। পলো ও জাল নিয়ে ভোর থেকে মাছ শিকারে নামেন তাঁরা। নান্দাইল, ময়মনসিংহ, ৩০ অক্টোবর