পথের ধারে ফুটে আছে লজ্জাবতী ফুল। মাঝেরহাটি সড়ক, মৌলভীবাজার, ৩ সেপ্টেম্বরসবুজ লতায় উড়ে এসে বসেছে বাহারি রঙের ফড়িং। বটিয়াঘাটা, খুলনা, ৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
মেঠোপথ ধরে রাখাল নিয়ে যাচ্ছেন তাঁর গরুর পাল। গোপালখালী, বটিয়াঘাটা, খুলনা, ৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
পাহাড়ে চাষ করা মাল্টা বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ৩ সেপ্টেম্বরখেত থেকে আখ তুলছেন চাষিরা। ঘিওর, মানিকগঞ্জ, ৩ সেপ্টেম্বরনিজের বাগানের কলা বিক্রি করতে শহরে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি তরুণ। রাজদ্বীপ, রাঙামাটি, ৩ সেপ্টেম্বরপথের ধারে ফুটে আছে ‘সিঙ্গাপুর ডেইজি’ ফুল। লাইমিপাড়া, বান্দরবান, ৩ সেপ্টেম্বরঝুড়ি ভরে আনারসের চারা বাগানে নিয়ে যাচ্ছেন একজন। ফারুকপাড়া, বান্দরবান, ৩ সেপ্টেম্বরখেতের ধান পরিচর্যায় ব্যস্ত একজন। পূর্ব ভাসানচর, ফরিদপুর, ৩ সেপ্টেম্বরশোভাবর্ধক নাগেশ্বর। এটি শ্রীলঙ্কার জাতীয় ফুল। নাগেশ্বর ফুটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ময়মনসিংহ, ৩ সেপ্টেম্বরগুদামজাত করা পাট বিক্রির জন্য ট্রাকে তুলছেন শ্রমিকেরা। বাঙালি সেতু, সারিয়াকান্দি, বগুড়া, ৩ সেপ্টেম্বরহাওরের পথ দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় গরু নিয়ে যাওয়া হচ্ছে। মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক, কিশোরগঞ্জ, ২ সেপ্টেম্বরবাল্কহেডে আনা পাথর খালাস করছেন শ্রমিকেরা। দেহেরগতি, বাবুগঞ্জ, বরিশাল, ৩ সেপ্টেম্বরসুগন্ধা নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরছেন কয়েকজন মৎস্যজীবী। বাবুগঞ্জ, বরিশাল, ৩ সেপ্টেম্বরবিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা বিএনপি। গোয়ালন্দ বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ৩ সেপ্টেম্বরস্কুলের টিফিনের ফাঁকে দড়িলাফ খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। গণউদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয়, লাকসাম, কুমিল্লা, ৩ সেপ্টেম্বরজমিতে মুলার বীজ বপন করছেন কিষান-কিষানিরা। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ৩ সেপ্টেম্বরজমি থেকে লাউ তুলে বিক্রির জন্য বাজারে এনেছেন চাষি। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ৩ সেপ্টেম্বরজমিতে চাষ দেওয়ার সময় কাদামাটিতে খাবারের খোঁজে কাদাখোঁচা পাখি। মারতা, শ্রীপুর, গাজীপুর। ৩ সেপ্টেম্বরবালু বিক্রির ঢালু স্থানে বৃষ্টির পানি জমেছে। সেই পানিতে দাপাদাপি করছে কিশোরেরা। দশগেট, বটিয়াঘাটা, খুলনা, ৩ সেপ্টেম্বরকয়েক দিন ধরে প্রখর রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। তপ্ত দুপুরে কাহিল হয়ে বাসার জানালার ছাউনিতে শুয়ে আছে বানরটি। গোয়াইটুলা, সিলেট, ৩ সেপ্টেম্বরপ্রখর রোদে ছাতামাথায় চা-বাগানের মেঠো পথ ধরে হাঁটছেন এক বাগানকর্মী। দলদলি চা-বাগান, সিলেট, ৩ সেপ্টেম্বর